নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
নির্বাচনের আগে ও নির্বাচন প্রক্রিয়া চলাকালীন জেলায় বহিরাগতদের আনাগোনার উপর নিয়মিত নজরদারী চালাতে মালদহ জেলার সমস্ত ব্লক গুলির নাকা পয়েন্টে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা।মালদহ জেলার ১৫টি ব্লকের ৫০টি নাকা পয়েন্টে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা।
নির্বাচনের সময় বিভিন্ন বুথ গুলিতে বহিরাগতদের প্রবেশের অভিযোগ তুলেন বিভিন্ন রাজনৈতীক দলগুলি। এমনকি স্পর্শকাতর বুথ গুলিতে আনেক সময় বহিরাগতরা ডুকে ঝামেলা বিবাদ সৃষ্টি করে।তাই আগে থেকেই এবার সুষ্ঠ নির্বাচন করতে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে নির্বাচন কমিশন।
তাই জেলায় প্রতিটি ব্লকের নাকা পয়েন্ট গুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে।ইতিমধ্যে শুরু হয়েছে ক্যামেরা বসানোর কাজ। প্রশাসন সুত্রে জানা গিয়েছে, নাকা পয়েন্ট গুলির ক্যামেরা গুলি নিয়মিত নজরদারী চালাবে ব্লক প্রশাসনের কর্তারা।একটি বিশেষ অ্যাপের মাধ্যমে মোবাইলে ও কম্পিউটারে দেখা যাবে সিসিটিভি ফুটেজ।প্রতিটি ব্লকের একজন করে আধিকারিক এই ক্যামেরাগুলিতে নিয়মিত নজরদারি চালাবে।
আরও পড়ুন: দুর্ঘটনা রুখতে লেজার স্পিডোস্পট চেকিং
এই ক্যামেরায় ছবি সহ শব্দ ধরা পড়বে।ব্লক গুলির নাকা পয়েন্টের রাস্তার মোড়ে লাগানো হচ্ছে ক্যামেরা গুলি। জানা গিয়েছে মালদার ইংরেজবাজার ব্লকে ৫ টি, পুরাতন মালদা ব্লকে ৩ টি, মানিকচক ব্লকে ৭টি, কালিয়াচক তিনটি ব্লক মিলে ১৩ টি,হরিশ্চন্দ্রপুর দুটি ব্লক মিলে ৪ টি,চাঁচল দুটি ব্লকে ৫টি,রতুয়া দুটি ব্লকে ৬ টি, গাজোল ব্লকে ৪ টি, বামোনগোলা ব্লকে ২ টি ও হব্বিপুর ১ টি নাকা পয়েন্টে সিসিটিভি ক্যামেরা গুলি বসানো হচ্ছে।
জেলার অতিরিক্ত জেলা শাসক(উন্নয়ন) অর্ণব চ্যাটার্জি বলেন,নির্বাচনের সময় নজরদারী চালানোর জন্য ক্যামের গুলি বসানো হচ্ছে। ভোট শেষে সেগুলি খুলে নেওয়া হবে।জেলার প্রতিটি নাকা পয়েন্টে ক্যামেরাগুলি বসানো হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584