সুদীপ কুমার খাঁড়া,পশ্চিম মেদিনীপুরঃ
এক হৃদয়গ্রাহী সাংস্কৃতিক সন্ধ্যা “কবিতার অন্তঃপুরে” মন জয় করলো মেদিনীপুরের শ্রোতাদের।কবিতার অণুরণন ধ্বনিত হলো বিবেকানন্দ হলে।মেদিনীপুর কলেজের বিবেকানন্দ হলে অনুষ্ঠিত হলো আবৃত্তি কলা কেন্দ্রর ত্রয়োদশ বাৎসরিক অনুষ্ঠান।একটি সুন্দর কাব্যিক সন্ধ্যা উপহার দিলো সংস্থার ছাত্র ছাত্রীরা। পরিবেশিত হলো একক, দ্বৈত, সমবেত আবৃত্তি, আলেখ্য, আবৃত্তির কোলাজ।
আবৃত্তি আলেখ্য “এই ভারতের মহামানবের সাগর তীরে” ছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্মিলিত এক বলিষ্ঠ উচ্চারণ।এদিনে বিশেষ আকর্ষণ ছিলো দুটি যুগল বন্দী উপস্থাপনা।একটি নৃত্য ও আবৃত্তির যুগল বন্দী যেটি উপস্থাপনা করেন নৃত্যে শতাব্দী গোস্বামী চক্রবর্তী এবং আবৃত্তিতে মোম চক্রবর্তী।অপর একটি যুগল বন্দী পরিবেশিত হয় সংগীত ও আবৃত্তির সংযোগে।
এতে সঙ্গীতে কন্ঠ দান করেন বিশিষ্ট সংগীতশিল্পী সুপান্থ বসু এবং আবৃত্তিতে ছিলেন মোম চক্রবর্তী। দুটি উপস্থাপনাই দর্শক দের মন ছুঁয়ে যায়।
এ দিন “ভালোবাসার গল্প বল” এই নামে সংগীত ও আবৃত্তির সিডি প্রকাশিত হয় ,প্রকাশ করেন বিশিষ্ট লোক সংগীত শিল্পী শুভেন্দু মাইতি।অনুষ্ঠানের উদ্বোধন করেন মেদিনীপুর কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী ও সংগীত গুরু জয়ন্ত সাহা, নাট্য ব্যক্তিত্ব প্রনব চক্রবর্তী,সাংস্কৃতিক ব্যক্তিত্ব পার্থ মুখোপাধ্যায়,বর্ষীয়ান বাচিক শিল্পী অমিয় পাল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
আবৃত্তি কলাকেন্দ্রের পক্ষ থেকে এদিন বিশেষ সম্মাননা জানানো হয় সংগীত শিল্পী শুভেন্দু মাইতিকে।সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন আবৃত্তি কলাকেন্দ্রের কর্ণধার মোম চক্রবর্তী।
এদিন প্রকাশিত সিডি “ভালোবাসার গল্প বল ” সিডিটিতে চারটি কবিতা ও চারটি গানের সংকলন রয়েছে।গানগুলি গেয়েছেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী সুপান্থ বসু ও আবৃত্তি করেছেন মোম চক্রবর্তীর।সিডির বিষয় ভাবনা ও পরিকল্পনা করেছেন লেখক ও নাট্যকার জয়ন্ত চক্রবর্তী।সব মিলিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার পেয়ে খুশি দর্শকবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584