তুলোশী চক্রবর্ত্তী
![noukasafar](https://newsfront.co/wp-content/uploads/2019/11/noukasafar.jpeg)
ও মাঝি, তোর নৌকাখানি দিবি একটি বার?
ওপারেতে যেতে চাই, জানিনে যে সাঁতার
সেই ঘাটেতে আমার কানাই আছে অপেক্ষায়;
আমি তারে আনতে যাবো তোর এই নৌকায়।
ঐ দেখা যায় থৈ থৈ বালুচর,
ধোঁয়া-ধুলোয় আজ এ শহর বড্ড বিরক্তিকর।
ও মাঝি, তোর নৌকাখানি দিবি একটিবার?
আপন হাতে বৈঠা বেয়ে আমি তারে আনবো এপার,
জলের মৃদু স্রোতধারা বইছে অনুকূলে
ভেসে ভেসে যাব আমি তোর নৌকায় দুলেদুলে,
ঘুমহীন চোখে তারে রাখবো খুব কদরে
চেয়েছিলো যেতে সে পূর্নিমা রাতের নৌকা সফরে,
হয়তো পথ দেখাতে রুপালি মাছ করবে সহায়তা
পানিতে চাঁদের আলোর ঝিকিমিকিতে আমার স্বপ্নেরা পাবে পূর্ণতা।
![](https://newsfront.co/wp-content/uploads/2019/11/noukasafar2.jpeg)
আরও পড়ুনঃ অনুগল্পঃ প্রশ্নবাণ
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584