ঋষি বঙ্কিম স্মরণে বঙ্কিম মেলা এগরায়

0
115

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

celebrate bankim fair in egra | newsfront.co
নিজস্ব চিত্র

ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের স্মরণে বঙ্কিম মেলা শুরু হলো পূর্ব মেদিনীপুর জেলার এগরা এলাকার নেগুয়া বড়পুখুর সুভাষ ময়দানে। জানা গেছে এই বছর এই মেলা ২৬তম বর্ষে পদার্পণ করল। নেগুয়া আনন্দমঠ এক স্বেচ্ছা সেবী সংগঠনের পক্ষ থেকেই আয়োজন করা হয় এই মেলার।

celebrate bankim fair in egra | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দীঘায় অবৈধ স্টল তুলে দেওয়ায় বাড়ছে বেকারত্ব

আনুষ্ঠানিক মেলার সূচনা করা হয় গত শুক্রবার। জানা গেছে ছয়ই মার্চ পর্যন্ত চলবে এই মেলা, এই দিন আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক বুদ্ধদেব গুহ, কমিটির তরফ থেকে জানা যায় ১৯৬০ সালের ১২ এপ্রিল অবিভক্ত মেদিনীপুর জেলার নেগুয়া মহাকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর এর দায়িত্ব নিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেই সময় কপালকুণ্ডলা উপন্যাস লিখে ছিলেন বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, সেই স্মৃতির উদ্দেশ্যে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় এর মুক্তি স্থাপন করা হয় বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here