নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
শুক্রবার বসন্ত উৎসবে মেতে উঠল শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর জুনিয়র বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। সেই উপলক্ষে এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু করা হয়।
এরপর বিধাননগরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এবং শোভাযাত্রাটি শেষ হয় বিদ্যালয় প্রাঙ্গনেই। এর পাশাপাশি এই শোভাযাত্রার মাধ্যমে বিধান নগরের আপামর জনসাধারণের কাছে করোনা ভাইরাস কে নিয়ে সচেতনতা করা হয়। এবং চীনের যে সমস্ত সৌখিন আবির আমদানি করা হয়েছে সেই সমস্ত আবির দিয়ে যেন ছাত্র-ছাত্রী তথা এলাকার মানুষ রং না খেলে সেই সব বার্তা তুলে ধরেন স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষিকারা।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর সহযোগীতায় নয়া হারমোনিয়াম পেল আদিবাসী দুই শিল্পী
এরপর বিধাননগর জুনিয়র বালিকা বিদ্যালয়ের টিচার ইনচার্য অনিন্দিতা পোদ্দার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে বাঙালীদের যে সংস্কৃতি ও মহাপুরুষদের কথা সেই সমস্ত তথ্য আজকালকার বাচ্চারা ভুলতে চলেছে। তার পাশাপাশি চীন থেকে মহামারী করোনা ভাইরাসের আবির্ভাব হয়েছে।
চীন থেকে আমদানি কোনরকম রং আবির বাচ্চাদের পিচকারী’ মুখোশ যেন ব্যবহার না করা হয়। সেই সব সতর্কমূলক বার্তা ও শান্তিভাবে দোল উৎসব পালন করা হোক এর জন্য এই শোভাযাত্রার আয়োজন করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584