মনিরুল হক, কোচবিহারঃ
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দোল যাত্রার আগেই বসন্ত উৎসবের আয়োজন করল আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজের ছাত্র সংসদ। বৃহস্পতিবার এই বসন্ত উৎসবে সামিল হয় মহা বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষা কর্মীরা। এদিন একে অপরকে রাঙিয়ে দিয়ে দোল পূর্ণিমার আগেই বসন্ত উৎসবে মেতে ওঠে তারা।
আয়োজকদের পক্ষে অভিষেক চন্দ বলেন, আমরা সম্প্রীতির লক্ষ্যেই মহাবিদ্যালয়ের সর্বস্তরের ছাত্র ছাত্রীদের নিয়ে দোল উৎসবের আয়োজন করেছি। এই উৎসব নানা রঙের মিলন ঘটে। দেশ জুড়ে যে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে প্রতীকি প্রতিবাদও বটে।
আরও পড়ুনঃ প্রতীক্ষার অবসান, শুরু রাস্তার কাজ
আরও পড়ুনঃ মাদক বিরোধী সচেতনতা শিবির
অন্যদিকে কোচবিহার জেলা জুড়ে বসন্ত উৎসবের আয়োজন হয়েছে। চলছে প্রস্তুতিও। আগামী ৯ মার্চ কোচবিহার এমজেএন স্টেডিয়ামে বাহারি বসন্তের পক্ষ থেকে বসন্ত উৎসবের আয়োজন হয়েছে।
কোচবিহার এনএন পার্কেও মোহনা সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। এছাড়াও একাধিক সংস্থা ওই দিন এই উৎসবের আয়োজন করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584