জেলায় বিদ্যাসাগরের জন্মবার্ষিকী পালন

0
36

শ্যামল রায়,কালনাঃ

বৃহস্পতিবার কালনা কাটোয়া মহকুমা জুড়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উৎসব পালিত হলো বিভিন্ন বিদ্যালয়ে।পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিদ্যানগর গয়া রাম দাস বিদ্যামন্দির বিদ্যালয়ে মহাসমারোহে উদযাপিত হল বিদ্যাসাগরের দেড়শ বছর পূর্তি উৎসব।

celebrate birth anniversary of Ishwar Chandra Vidyasagar | newsfront.co
নিজস্ব চিত্র

সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক-শিক্ষিকারা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত হয়েছিলেন।

তারপর বিদ্যাসাগরের উপর উপস্থিত বক্তারা আলোচনা করেন এবং সংবর্ধনা জ্ঞাপন করা হয়  বিশিষ্ট শিক্ষকদের।এই সভায় উপস্থিত ছিলেন মহকুমাশাসক নিতেশ ঢালী,স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক নিতিশ বালা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভাস বিশ্বাস সহ অনেকে।

আরও পড়ুনঃ ‘দ্বিশত জন্মবর্ষে বিদ্যাসাগর’ বিষয়ে সেমিনার দাঁতন ভট্টর কলেজ

প্রধান শিক্ষক বিভাস বিশ্বাসকে সম্মান জানানো হয়।এছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সঙ্গীত পরিবেশন করেন।কালনা ২ নম্বর ব্লকের বিদ্যাসাগরের প্রতিকৃতিকে মাল্যদান এবং বিদ্যাসাগরের উপর আলোচনা হয়।

উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রণব রায় সহ অনেকে।এছাড়াও কালনা শহরে এবং কাটোয়া শহরের বিভিন্ন বিদ্যালয়ে বিদ্যাসাগরের দেড়শ বছর পূর্তি উৎসব পালিত হয়।

বিভিন্ন ক্লাবের তরফ থেকেও বিদ্যাসাগরের প্রদর্শনী এবং বিদ্যাসাগরের উপরে আলোচনা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here