নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ভারতীয় নবজাগরণের পথিকৃৎ ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশত জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার মেদিনীপুর শহরের কর্ণেলগোলা চকে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদানের কর্মসূচি পালিত হয়।
কর্ণেলগোলা চকে অবস্থিত পড়ুয়াদের তিনটি মেস; ‘বিদ্যাসাগর মেস’, বিদ্যাসাগরের জীবনের শ্রেষ্ঠ অবদান ‘বর্ণপরিচয়’ নামাঙ্কিত ‘বর্ণপরিচয় মেস’ এবং ‘প্রীতিলতা মেস’ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মাল্যদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবর্ষ উদযাপন কমিটির জেলা কমিটির সদস্য দীপক পাত্র। তিনি বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন দিক উল্লেখ করেন এবং আজকের দিনে বিদ্যাসাগর সহ অন্যান্য মনীষীদের জীবনী চর্চার প্রাসঙ্গিকতা সুন্দরভাবে ব্যাখ্যা করেন। বর্তমান দিনে শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্বের যে অবনমন, তার প্রতিকারে বিদ্যাসাগর চর্চার গুরুত্বও তিনি আমাদের কাছে যথার্থ ভাবে তুলে ধরেছেন।
আরও পড়ুনঃ বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষ্যে পদযাত্রা
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা: স্নেহাশিস পাত্র, এছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরূপ রানা, পতিত মণ্ডল, সুমন দত্ত, অর্পিতা নায়েক, নির্মলা মাহাত, শুভম ঘোষ, সৌম্যদীপ মাজী, সমিরন বড়দোলই সহ আরও অনেকেই। উপস্থিত ছাত্র-ছাত্রীগণ সহ এলাকার মানুষজন শিক্ষার ওপর নেমে আসা আক্রমণ এবং সমাজে ঘটে চলা বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবার অঙ্গীকার গ্রহণ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584