এআইডিএসও’র উদ্যোগে বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন মেদিনীপুরে

0
38

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

ভারতীয় নবজাগরণের পথিকৃৎ ও পার্থিব মানবতাবাদের প্রাণপুরুষ ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২৬শে সেপ্টেম্বর ছাত্র সংগঠন এআইডিএসও’র মেদিনীপুর কলেজ কমিটির উদ্যোগে কলেজ গেটের সম্মূখে মহামানব বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদানের কর্মসূচি পালিত হয় বৃহস্পতিবার।

নিজস্ব চিত্র

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের নানা বিভাগের ছাত্রছাত্রীরা এবং উপস্থিত ছিলেন এআইডিএসও’র পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক মন্ডলীর সদস্য রনিতা পড়িয়া।এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য সুমন মহাপাত্র।

আরও পড়ুনঃ গোলাড় সুশীলা হাইস্কুলে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির উন্মোচন

প্রবল বৃষ্টির মধ্যেও ছাত্রছাত্রীরা গান,আবৃত্তি ও বক্তৃতার মাধ্যমে কর্মসূচি পরিচালনা করেন। বক্তব্য রাখেন রণিতা পড়িয়া।তিনি বর্তমান সমাজের ওপর নেমে আসা আক্রমণের বিরুদ্ধে বিদ্যাসাগরের চিন্তাকে পাথেয় করে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।

মাল্যদানের পর উপস্থিত ছাত্র-ছাত্রীরা কলেজ গেটের সম্মুখে কলেজের ছাত্র-ছাত্রীদের এবং কলেজের অভ্যন্তরে সমস্ত অধ্যাপকগণেদের বিদ্যাসাগরের ছবি সম্বলিত ব্যাচ পরিধান করান।

মেদিনীপুর কলেজের ছাত্রী দিশা বেরা বিদ্যাসাগরের দ্বিশত তম জন্মবার্ষিকীতে সারা বছর ব্যাপী নানান কর্মসূচি গ্রহণের ডাক দেয়। উপস্থিত সমস্ত ছাত্র ছাত্রীরা সমাজের ওপর ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার অঙ্গীকারবদ্ধ হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here