সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
অভিনব উদ্যোগে বিদ্যালয়ের শতবর্ষ দিবস উদযাপন।জমিদারি আমলে বিদ্যালয় অনেক আগে শতবর্ষে পদার্পন করেছে।সেই জন্য আশে পাশের বিদ্যালয় যদি ২৫ তম বর্ষে সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পন করে।সেই বিদ্যালয়টিকে শুভেচ্ছা বার্তা পাঠান।
জমিদারি আমলে বিদ্যালয় উন্নয়ন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা পাঠানো হয়।বিদ্যালয়টি দক্ষিণ ২৪ পরগনা নোদাখালি থানার বজবজ ২ নম্বর ব্লকের বাওয়ালি উচ্চমাধ্যমিক বিদ্যালয়।ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার আগে থেকে বিদ্যালয়টি স্থাপন হয়েছে।
আর এই বারে শতবর্ষের পদার্পনকারী বিদ্যালয়টি হলো বজবজ ২ নম্বর ব্লকের অন্তর্গত বুড়ুল উচ্চমাধ্যমিক বিদ্যালয়কে শুভেচ্ছা বার্তা পাঠালো।
আরও পড়ুনঃ অভিনব উদ্যোগে মহরম উদযাপন ইসলামপুরে
বুড়ুল ও বাওয়ালীর শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী সকলে বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে ও ট্যাবলোর মাধ্যমে বুড়ুল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের হাতে শুভেচ্ছা বার্তা তুলে দিলো।দুই মনীষীর পাদদেশে ফুল অঞ্জলি বুড়ুল বিদ্যালয়ের শিক্ষকদের হাতে গোলাপ ফুল তুলে দিলো পাশাপাশি বাওয়ালীর বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা ।
উভয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণ বলেন দুটি বিদ্যালয় স্বাধীনতা আগে সেই কারণে বিদ্যালয়ের শিক্ষা সংস্কৃতি মান যাতে উন্নত হয় তার দিকে খেয়াল রেখে,শিক্ষার মান বজায় রাখার চেষ্টা করব।পাশাপাশি বুড়ুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “বাওয়ালীর বিদ্যালয় ঐতিহ্যবাহী বিদ্যালয়,এখান থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে আমরা গর্বিত।”
শুভেচ্ছা তুলে দিতে পেরে অত্যন্ত খুশি বাওয়ালীর জমিদার আমলের বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584