দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন হোমে শিশুদিবস উদযাপন

0
56

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

আজ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পালিত হলো শিশু দিবস ।

Celebrate Children's Day at various homes in South Dinajpur
নিজস্ব চিত্র

বালুরঘাট সংশোধনাগার, শুভায়ন হোম, নিবেদিতা হোম সহ আরো অনেক জায়গাতে সারাদিন শিশুদের সঙ্গে কাটালেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক কুসুমিকা দে মিত্র । আজকের শুভায়ন হোমের অনুষ্ঠানে শিশুরা নিজেদের নাচ গান আবৃত্তি পরিবেশন করে উপস্থিত অভ্যাগতদের মুগ্ধ করে তোলে।

Celebrate Children's Day at various homes in South Dinajpur
নিজস্ব চিত্র

আজকের অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন তাঁরা হলেন দক্ষিণ দিনাজপুর জুভেনাইল জাস্টিস বোর্ডের প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট নিরুপমা দাস ঘোষ, দক্ষিণ দিনাজপুর জুভেনাইল জাস্টিস বোর্ডের সদস্য সুব্রতা তালুকদার, গীতি আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য মৈত্রেয়ী চক্রবর্তী, স্বপ্না সাহা, সূরজ দাস , জেলা শিশু সুরক্ষা ইউনিটের পি ও আই সি সুবোধ দাস সহ আরো অনেকে। নিবেদিতা হোমে শিশুদের মধ্যে খাতা কলম বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ শিশু দিবস উপলক্ষে মেলা-মডেল প্রদর্শনী অনুষ্ঠান মেদিনীপুরে

Celebrate Children's Day at various homes in South Dinajpur
নিজস্ব চিত্র

অনুষ্ঠান শেষে হোমের সমস্ত শিশুদের চকলেট, বিস্কুট, কেক বিতরণ করা হয়। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক কুসুমিকা দে মিত্র বলেন আজ শিশু দিবসে শিশুদের সঙ্গে সারাদিন কাটাতে পেরে ভীষণ খুশি ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here