মোহনা বিশ্বাস, হুগলীঃ
বড়দিনে পরিবার, বন্ধুদের সাথে পিকনিক করাটা খুব স্বাভাবিক হলেও পথকুকুরদের নিয়ে পিকনিক করাটা সত্যিই অস্বাভাবিক একটি ঘটনা। কুকুরদের সাথে পিকনিক করার কথাও হয়তো ভাবেননি কেউ। তবে এই ক্রিসমাসে হুগলীর বৈঁচিগ্রামে একটু অন্যরকম চিত্র ধরা পড়ল।

২৫ ডিসেম্বর পথ কুকুরদের নিয়ে পিকনিক ও সচেতনতামূলক র্যালি করল বাটিকা বৈঁচিগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৈঁচীগ্রাম আটচালা গ্রুপ। এ দিন র্যালির পাশাপাশি বৈঁচিগ্রাম ও বৈঁচি এলাকার পথকুকুরদের কেক, ভাত, মাংস খাওয়ানো হয়।
আরও পড়ুনঃ শীতের মরশুমে কম্বল বিতরণ, দুঃস্থদের পাশে থাকতে পেরে খুশি ঋতুপর্ণা
পাশাপাশি এ দিন এলাকার অসুস্থ র্যাবিশ আক্রান্ত কুকুরদের চিকিৎসার জন্য ডাক্তারও দেখায় বৈঁচিগ্রাম আটচালা গ্রুপ। এ দিন চুঁচুড়া, চন্দননগর থেকেও বেশ কয়েকজন পশুপ্রেমী মানুষ এই উদ্যোগে উপস্থিত ছিলেন।
আটচালা গ্রুপের সদস্য প্রীতম মুখার্জী বলেন, এই ধরনের ঘটনা মজার হলেও তারা সাধারণ মানুষকে বার্তা দিতে চায় এই অভিনব উদ্যোগের মাধ্যমে।
পথকুকুরা মানুষের জন্য সবসময় থাকে। দিবারাত্রি মানুষকে পাহারা দেয় কুকুররা। তাই এই উৎসবের দিনে পথকুকুরদেরও ভাল রাখতে, তাদের পাশে দাঁড়াতেই এই অভিনব উদ্যোগ বৈঁচিগ্রাম আটচালা গ্রুপের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584