শ্যামল রায়,নদীয়াঃ
নদীয়া জেলা জুড়ে ৭২ তম স্বাধীনতা দিবস পালিত হলো।জেলার প্রধান শহর কৃষ্ণনগরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক সুমিত গুপ্ত।উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা। এছাড়াও জেলা পরিষদের সভাধিপতি বাণী কুমার রায়,জেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলন করেন।রাজ্যের অন্যতম মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসসহ তৃণমূলের জেলা সভাপতি ও বিধায়ক গৌরীশংকর দত্ত সহ জেলার বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং স্বাধীনতার নানা দিক নিয়ে আলোচনা করেন।
নদীয়ার কল্যাণী রানাঘাট শান্তিপুর ফুলিয়া বগুলা হাঁসখালি করিমপুর বেতাই বেথুয়াডহরী পলাশী নাকাশিপাড়া কিশোরগঞ্জ মাজদিয়া প্রভৃতি অঞ্চলে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলনের নানান দিক যেমন আলোচিত হয় তেমনি জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট ব্যক্তিরা।
নদীয়ার নবদ্বীপে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন নবদ্বীপ পৌরসভা চেয়ারপার্সন বিমানকৃষ্ণ সাহা।
নবদ্বীপ থানার উদ্যোগে বুধবার যথাযোগ্য মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুবীর কুমার পাল।উপস্থিত ছিলেন সিভিক পুলিশ ও কচিকাঁচারা। কচিকাঁচাদের মধ্যে লজেন্স ও শুকনো খাবার তুলে দেন। এছাড়াও উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার অভিজিৎবাবু সহ অনেকে।এদিন যেমন খুশি আঁকো প্রতিযোগিতায় কচিকাঁচারা অংশগ্রহণ করার পর বিভিন্ন রং তুলিতে আঁকা স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আঁকা ছবি উপহার দেন থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুবীর কুমার পালকে। ৭২ তম স্বাধীনতা আন্দোলনকে স্মরণীয় রাখতে থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুবীর কুমার পালকে একটি পেন ক্ষুদ্র উপহার হিসেবে তুলে দেন নিউজফ্রন্টের বিশিষ্ট সাংবাদিক শ্যামল রায়।
এছাড়াও নবদ্বীপ ধাম রেলস্টেশনের জি আর পি’র তরফ থেকেও স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ফটিক রায় এবং পতাকা উত্তোলন করেন তিনি।
নবদ্বীপ আর পি এফ’র তরফ থেকেও জাতীয় পতাকা উত্তোলন করেন আধিকারিক সুরেন্দ্র শর্মা।উপস্থিত ছিলেন আর পি এফ’র অন্যান্য আধিকারিক ও সিপাই গন।নবদ্বীপ প্রফুল্ল নগরে স্বামী বিবেকানন্দ মনিমালা কমিটির তরফ থেকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে পতাকা উত্তোলন করেন প্রাক্তন শিক্ষক মুকুন্দলাল দেবনাথ। উপস্থিত ছিলেন অতিথিদের মধ্যে সাংবাদিক শ্যামল রায় সুদীপ্ত দেবনাথ সুবীর দেবনাথ নরেন মজুমদার রাম দেবনাথ স্বপন দেবনাথ আরো অনেকে।মাধ্যমিক উচ্চমাধ্যমিক সফলতা সঙ্গে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এছাড়াও স্বচ্ছ ভারত অভিযানে স্থানীয় ছাত্র ছাত্রীরা বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রফুল্ল নগর থেকে তেঘরিপাড়া বাজার ও নবদ্বীপ ধাম রেল স্টেশন রেলগেট হয়ে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা পরিক্রমা করে শেষ হয় মনিমেলার মাঠে।এই পদযাত্রার মধ্যে দিয়ে প্রত্যেকের মধ্যে মনি মেলাকমিটির তরফ থেকে একটি করে গাছের চারা উপহার হিসাবে সকলকে দেওয়া হয় সেইসাথে লজেন্স বিতরণ করা হয় সকলের মধ্যে।৭২ তম স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে প্রফুল্ল নগর স্বামী বিবেকানন্দ মনিমালা তরফ থেকে এই ধরনের অনুষ্ঠান পদযাত্রাকে এলাকার মানুষ অভিনন্দন জানিয়েছেন।এছাড়াও দুপুরে বসে আঁকো প্রতিযোগিতা বিকেলে স্থানীয় মহিলাদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাংবাদিকসহ বিশিষ্ট সমাজসেবী নরেন মজুমদারসহ সকল সদস্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584