ঐতিহাসিক মে দিবস পালন রায়গঞ্জ পুরসভার

0
76

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

১ লা মে ঐতিহাসিক মে দিবসকে সামনে রেখে রায়গঞ্জ উত্তরবঙ্গ পরিবহন বাসডিপোর সামনে শ্রমিক স্মৃতিস্তম্ভে মালা দিয়ে সমস্ত শ্রমিক ও মেহনতি মানুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানালেন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস।

celebrate international | newsfront.co
নিজস্ব চিত্র

মে দিবস উপলক্ষে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে সকল স্তরের কর্মচারীদের মাইক যোগে শুভেচ্ছা জ্ঞাপন করেন রায়গঞ্জ পুরসভার পুরপিতা। তিনি জানান, করোনা মোকাবিলায় রায়গঞ্জ পুরসভার কর্মীরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুনঃ এবার করোনা পজিটিভ জোড়াবাগান ট্রাফিক গার্ডের পুলিশকর্মী

শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি লকডাউনে সাধারণ মানুষদের যাতে খাবার বা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অসুবিধা না হয় সেজন্য জেলা প্রশাসনের সাথে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুরসভা। প্রতিটি ওয়ার্ডে দুঃস্থ মানুষদের কাছে খাবার পৌছে দেওয়ার কাজ চালাচ্ছেন এলাকার কাউন্সিলররা।

পাশাপাশি, এদিন রাজ্য সরকারের নির্দেশকে সামনে রেখে সকাল থেকেই রায়গঞ্জ পুরসভার বেশকিছু রেশনের দোকানে পরিদর্শনে যান পুরপিতা সন্দীপ বিশ্বাস।

রেশন দোকানের মালিকদের হাতে চারটি ব্যানার তুলে দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে। পাশাপাশি মালিকদের কার্ড ভিত্তিক সঠিক রেশন বন্টনের ব্যাপারেও বলা হয়। প্রতিটি মানুষ যাতে সহজেই সামাজিক দূরত্ব বজায় রেখে সরকার নির্ধারিত জিনিসপত্র রেশন থেকে পায় সেব্যাপারে রেশন দোকানদারদের পরামর্শ দেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here