দ্রুত করোনা টেস্টের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলির থেকে ভাইরাস টেস্ট-মেশিন চাইল স্বাস্থ্য দফতর

0
108

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা টেস্টে এবার ব্যবহৃত হতে পারে বিশ্ববিদ্যালয় ল্যাবে ব্যবহৃত মেশিন।ছাত্র-ছাত্রীদের জন্য ব্যবহৃত ওই মেশিনগুলিকে সাময়িকভাবে করোনা যুদ্ধে ব্যবহার করতে চায় রাজ্য স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয় ও কলকাতার কয়েকটি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরটি-পিসিআর নামে বিশেষ মেশিন চেয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে চিঠি পাঠানো হয়েছে। সমস্ত বিশ্ববিদ্যালয় থেকেই প্রাথমিক সম্মতি ও সহযোগিতার আশ্বাস মিলেছে বলে সূত্রের খবর।

Virus test machine | newsfront.co
প্রতীকী চিত্র

জানা গিয়েছে, করোনাভাইরাস টেস্টিং-এর ক্ষেত্রে আরটিপিসিআর নামে এই মেশিন অন্যতম গুরুত্বপূর্ণ। মূলত এই মেশিনের মাধ্যমে লালারসে করোনা ভাইরাসের উপস্থিতি চিহ্নিত করা যায়। এই মেশিন গুলোর সাহায্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভাইরাসের উপস্থিতি নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা বোঝানো হয়। এই যন্ত্রগুলি যথেষ্ট দুর্মূল্য এবং এই মুহূর্তে উৎপাদনও অসম্ভব।

machine | newsfront.co
প্রতীকী চিত্র

এ দিকে রাজ্যে যে ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে এই ধরনের মেশিন গুলির প্রয়োজনীয়তা বাড়ছে। তাই রাজ্য স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত, করোনা মোকাবিলায় সাময়িক ভাবে ওই মেশিনগুলি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে সাময়িক সময়ের জন্য চেয়ে নেওয়া হবে। পরে সমস্ত কিছু মিটে গেলে আবার ফিরিয়ে দেওয়া হবে। এই মেশিন গুলি এলে করোনা টেস্টিং আরও গতি বৃদ্ধি পাবে বলে আশা স্বাস্থ্যকর্তাদের।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতা, যাদবপুর ও বর্ধমান বিশ্ববিদ্যালয় এই মেশিনের ব্যবহার করা হয়। করোনাভাইরাস মোকাবিলায় রাজ্যের তৈরি করা টাস্কফোর্সের সদস্য চিকিৎসক ডাঃ অভিজিৎ চৌধুরী বলেন, ‘রাজ্য সরকার চাইছে বেশি সংখ্যক এবং খুব কম সময়ের মধ্যে টেস্ট করাতে। তার জন্য এই মেশিনের প্রয়োজনীয়তা রয়েছে।তাই রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বিশ্ববিদ্যালয়গুলিকে অনুরোধ করা হচ্ছে যাতে তারা এই মেশিন গুলি দেন।” ইতিমধ্যেই কলকাতা,যাদবপুর বর্ধমানের মত বিশ্ববিদ্যালয়গুলোকে এই মেশিন দেওয়ার জন্য লিখিত ও মৌখিকভাবে বলা হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সমস্ত বিশ্ববিদ্যালয়ই সহযোগিতার আশ্বাস জানিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here