নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুরঃ
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল সাহিত্য গোষ্ঠী আলোকন এবং অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি। ১৯৫২ সালে একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে ঢাকার রাজপথ রক্তাক্ত হয়েছিল বাংলার ভাই বোনের রক্তে।
শহীদ হয়েছিলেন রফিক, বরকত, সালাম, জব্বার সহ আরো অনেকে। তারই স্মরণে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি পালিত হয় গভীর আবেগ ও শ্রদ্ধায়। বর্তমান দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষার্থে ও বিশেষ জনগোষ্ঠীর মাতৃভাষার উপর আধিপত্য কায়েমের বিরুদ্ধে প্রতিরোধের অঙ্গীকারে দিনটি পালন করল আলোকন।
আরও পড়ুনঃ ঐতিহ্যবাহী শিবরাত্রি মেলার সূচনা মাথাভাঙায়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকন গোষ্ঠীর সম্পাদক মন্ডলীর সদস্য অমিত বেরা, সুমন পাল, সঞ্জয় মাহাত। উপস্থিত ছিলেন সেভ এডুকেশন কমিটির পক্ষে শিক্ষক পরেশ দত্ত, অক্ষয় খান, তপন দাস, শ্যামলী ভৌমিক প্রমুখ। রবীন্দ্র মূর্তি ও ভাষা শহীদ বেদিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
বিশেষ আকর্ষণ হিসেবে ছিল স্বরচিত কবিতার প্রদর্শনী। সভায় বক্তব্য রাখেন আলোকনের পক্ষে সুমন পাল, অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির তপন দাস প্রমুখ। সাংস্কৃতিক আবহে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584