আন্তর্জাতিক কবিতা দিবস উদযাপন গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের

0
171

তপন চক্রবর্ত্তী,উত্তর দিনাজপুরঃ

Celebrate international poetry day
নিজস্ব চিত্র

জেলার রায়গঞ্জে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের রায়গঞ্জ শাখার উদ্যোগে গত ২১ শে মার্চ নেতাজীপল্লীর এবিটিএ ভবনে উদযাপন করা হল আন্তর্জাতিক কবিতা দিবস।আন্তর্জাতিক কবিতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে সংস্থার সম্পাদক সুজিত গোস্বামী বলেন আন্তর্জাতিক কবিতা দিবসের মূল উদ্দেশ্য হল বিশ্বের বিভিন্ন ভাষা ভাষী মানুষদের মধ্যে সেতু বন্ধনের কাজ যেমন একদিকে হতে পারে তেমনি এই কবিতা পাঠের মধ দিয়ে কবিতার উৎকর্ষতা বৃদ্ধি ও তাকে সমৃদ্ধ করা।

পত্রিকা সম্পাদক তথা কবি স্বপন মজুমদার বলেন আন্তর্জাতিক কবিতা দিবসের মূল কথাই হল কবিতার চর্চা বৃদ্ধির সাথে তা সহজ সরল করে কবিতা মানুষকে বেশি বেশি করে টেনে আনবে।আমরা এমন দুর্বোধ্য ভাষা ব্যবহার করবো না যে কবিতা শুনলে না বুঝতে পারার কারণে পাঠক অসহায় বোধ না করেন।ভাষা সহজ ও সরলের কারনে আজও কবি সুভাষ মুখোপাধ্যায়,নীরেন্দ্র নাথ চক্রবর্তী, কবি সুকান্তের কবিতা পাঠক সমাজে আজও সমাদৃত।স্বপন বাবু বলেন আমাদের ঘরের শিক্ষিত ছেলেমেয়েরা আজ যোগ্যতা থেকেও চাকরির জন্য দীর্ঘ দিন ধরে অনশন করছেন যা লজ্জা জনক ঘটনা।

আরও পড়ুনঃ কালনা সাহিত্য মজলিসের উদ্যোগে কবিতা উৎসব

এদেরকে নিয়ে আমাদের কবিদের সরব হবার প্রয়োজন দেখা দিয়েছে।দিনটি সম্পর্কে ভানু কিশোর সরকার বলেন ১৯৯৯ সালে ২১শে মার্চ ইউনেস্কো দিনটিকে কবিতা দিবস হিসাবে ঘোষণা করে কবিতার প্রতি সম্মান জানাতে।তাই আমাদের কবিতার প্ৰতি উৎসাহ বাড়াতে এই ধরনের অনুষ্ঠান বিশেষ প্রয়োজন।এদিনের অনুষ্ঠানে কবি ভানু কিশোর সরকার সম্পাদিত “সোনা ডাঙ্গার মাঠ” নামে একটি কাব্য গ্রন্থের প্রকাশ হয়।

কাব্য গ্রন্থ সম্পর্কে বলতে গিয়ে কবি আশিষ সরকার বলেন সোনা ডাঙ্গার মাঠ বইটিতে প্রাত্যহিক জীবনের নানান ঘাত প্ৰতিঘাতের কথা উল্লেখ করা হয়েছে।৮০পৃষ্ঠার গ্রন্থটির প্রচ্ছদ তৈরী করেছেন সঞ্জীব চৌধুরী।গ্রন্থটির লেখক ভানু কিশোর সরকার তার গ্রন্থটি উৎসর্গ করেছেন গণতন্ত্র রক্ষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে।

কবিতা আসরে আবৃত্তি পরিবেশন করেন সুশীল দে,সঙ্গীত পরিবেশন করেন এই জেলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী তরুণী বিশ্বাস।কবিতা পাঠ করে শোনান স্বপন মজুমদার,সান্তনু প্রামানিক,অর্পিতা গোস্বামী চৌধুরী,পাপিয়া চক্রবর্তী,সুদেষ্ণা বিশ্বাস,পুনম বোস, তুহিন চন্দ, শিতেন চক্রবর্তী,যাদব চৌধুরী,অরুন চক্রবর্তী,আভা সরকার মন্ডল।অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেন বর্ষীয়ান কবি আশীষ সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here