মনিরুল হক, কোচবিহারঃ
করোনার আবহে ভক্ত দর্শনার্থী ছাড়াই কোচবিহারের রাজ পরিবারের কুলদেবতা মদনমোহন ঠাকুরের স্নানযাত্রা অনুষ্ঠিত হল কোচবিহারে। আজ মদনমোহন মন্দিরে গর্ভগৃহ থেকে মূল বিগ্রহকে বের করে এনে ডাবের জল, দুধ, দই, ঘি, মধু গঙ্গাজল সহকারে ১০৮ কলস জল ও সহস্র ধারা দিয়ে স্নান করানো হয়।
এরপরেই বিশেষ পূজা যজ্ঞ, ভোগাদি হবে বলে মদনমোহন মন্দিরের পুরহিত বীরেন্দ্রনাথ ভট্টাচার্যী জানিয়েছেন।
প্রত্যেক বছর মদনমোহন ঠাকুরের এই স্নান যাত্রা ঘিরে ভক্তবৃন্দের ব্যাপক জমায়েত হয়। কিন্তু এবছর করোনা আবহে মন্দির বন্ধ থাকায় ভক্ত ও দর্শনার্থী ছাড়াই মদনমোহনের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ মেচেদা ইসকন মন্দিরে পালিত হল জগন্নাথ দেবের স্নান উৎসব
এই পূজা থেকেই রথযাত্রার প্রস্তুতি শুরু হয় কোচবিহার মদনমোহন মন্দিরে। কিন্তু এবার এই পূজার দিনেও বন্ধ মন্দির। রথযাত্রায় কী হবে তা নিয়ে উদ্বেগে রয়েছেন অনেকেই। সরকারিভাবে মন্দির মসজিদ খোলার অনুমতি দেওয়া হয়েছে।
কিন্তু কোচবিহার জেলায় একের পর এক করোনা আক্রান্ত হওয়ার খবরে মদনমোহন মন্দির কর্তৃপক্ষ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই আক্রান্তের সংখ্যায় যদি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়, তবেই হয়ত ভক্ত সমাগমে মদনমোহন মন্দিরের রথযাত্রা দেখতে পাবেন কোচবিহারের মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584