নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
আর কয়েকদিন বাদেই রথ উৎসব, আর এই উৎসবকে ঘিরে চরম উদ্দীপনা লক্ষ্য করা যায় সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে। প্রত্যেক বছরই মহা ধুমধামের সঙ্গে রথযাত্রার উৎসব পালিত হয় পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা এলাকায়।
কিন্তু এই বছর মহামারী ভাইরাস গ্রাস করেছে গোটা দেশবাসীকে, ধীরে ধীরে সংক্রমণ বাড়ছে। তাই রাজ্য প্রশাসন থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য দফতর কার্যত যুদ্ধ করে যাচ্ছে এই মহামারী ভাইরাস থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য। ইতিমধ্যেই একাধিক মন্দির থেকে শুরু করে উৎসব গুলি বন্ধ করে দেওয়া হয়েছে এই ভাইরাসের কারণে।
আরও পড়ুনঃ আগামীকাল থেকে রাস্তায় নামছে বেসরকারি বাস, জানালো বাস মালিক সংগঠন
সেই কারণে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা ইসকন মন্দিরে রীতিনীতি মেনে এবং স্বাস্থ্যবিধি মেনে চলছে জগন্নাথ দেবের স্নান উৎসব। মন্দির কমিটির পক্ষ থেকে জানা গেছে এবছর রথ বেরোচ্ছে না। স্বাস্থ্য দফতর থেকে শুরু করে রাজ্য প্রশাসনের নির্দেশ অনুসারে সমদূরত্বকে মাথায় রেখে বন্ধ করে দেয়া হয়েছে রথ উৎসব। তবে বিধি মেনে চলবে পূজার্চনা।
তবে শুক্রবার সম দূরত্ব বজায় রেখে পূজার্চনা চলছে, মন্দির কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে হ্যান্ড গ্লাভস এবং মুখে মাস্ক পরেই চলছে পূজার্চনা। জানা গেছে প্রত্যেক বছর এই রথ উৎসবকে কেন্দ্র করে মেলা উপভোগ করে এলাকার সকল ভক্তগণ।
কিন্তু এই বছরের এই মহামারী ভাইরাসের ফলে বন্ধ রয়েছে সেই মেলা। তবে কিছুটা হতাশ হলেও আগামী বছর আরও ভালো করে পালন করবে এই রথযাত্রা উৎসব এমনটাই মনে করছে এলাকাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584