নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা নারী বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে ফালাকাটার কাদম্বিনী চা বাগানের কাদম্বিনী জুনিয়ার বেসিক স্কুলে অনুষ্ঠিত হল জেলা স্তরের কন্যাশ্রী দিবস।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলা শাসক নিখিল নির্মল, ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী, ফালাকাটার বিডিও স্মিতা সুব্বাসহ অনন্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।এদিন এই কন্যাশ্রী দিবসে জেলার কাদম্বিনি চা বাগানের অনুষ্ঠানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি জেলা প্রশাসনের নানান পরিষেবা প্রদান করা হয়।একই অনুষ্ঠানের সাথে এদিন আলিপুরদুয়ার জেলা প্রশাসনের’আপনার চা বাগানে প্রশাসন’ কর্মসূচী পালন করা হয়েছে।আলিপুরদুয়ারের জেলা শাসক নিখিল নির্মল বলেন,“ এবার কন্যাশ্রী দিবস চা বাগানে পালন করা হল ।কারন আমরা একই সাথে‘ আপনার বাগানে প্রশাসন’অনুষ্ঠান করেছি।
এই অনুষ্ঠানে ১৬ টি ক্যাম্প হয়েছে। সেই ক্যাম্প থেকে মানুষের নানান পরিষেবা প্রদান করা হয়েছে।এছাড়া মানুষের বিভিন্ন অভিযোগ আজ এই ক্যাম্পে সমাধান করা হয়েছে”। উল্লেখ্য আলিপুরদুয়ার জেলা প্রশাসনের এই অনুষ্ঠান চলাকালিন এদিন খবর আসে গোটা রাজ্যে কন্যাশ্রী প্রকল্প রুপায়নে আলিপুরদুয়ার জেলা গোটা রাজ্যে প্রথম স্থান দখল করেছে। আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলা শাসক পালদেন শেরপা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে অতিরিক্ত জেলা শাসক রাজ্যের ২৩ জেলার শেরার শিরোপা পুরস্কার গ্রহন করেছেন ।এই খবরে গোটা জেলা জুড়ে প্রশাসনিক আধিকারিকদের মধ্যে উল্লাস ছড়িয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584