নদীয়ায় কন্যাশ্রী দিবস পালন

0
116

শ্যামল রায়,নদীয়াঃ

নদীয়া জেলার বিভিন্ন ব্লকে পঞ্চমবর্ষ কন্যাশ্রী দিবস পালিত হলো প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে।
নদিয়া কল্যানী থেকে শুরু করে উত্তর প্রান্তে পলাশী নাকাশিপাড়া করিমপুর কৃষ্ণনগরে শান্তিপুরে নবদ্বীপে প্রবল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হয়েছে কন্যাশ্রী দিবস।জেলাশাসক সুমিত গুপ্তসহ জেলা পরিষদের সভাধিপতি বাণী কুমার রায় উপস্থিত থেকে কন্যাশ্রী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং অনেককে সংবর্ধিত করেন।

নিজস্ব চিত্র

নবদ্বীপ পৌরসভার উদ্যোগে মহাসমারোহে কন্যাশ্রী দিবস পালিত হল।বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে কন্যাশ্রী ছাত্রীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন ছিল।রাধা বাজারে অনুষ্ঠিত কন্যাশ্রী দিবসে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারপার্সন বিমান কৃষ্ণ সাহা উপপৌরপতি শচীন বসাক চৈতালি গই অনুরাধা মন্ডল সুকুমার রাজবংশীসহ অনেকে।
চেয়ারপার্সন বিমান কৃষ্ণ সাহা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত কন্যাশ্রী প্রকল্প আজ শুধু রাজ্যের ছাত্রীদের উপকারে লেগেছে তা নয় সারা বিশ্বের বুকে সম্মান স্বীকৃতি পেয়েছে কন্যাশ্রী প্রকল্প।
এই প্রকল্পের মধ্যে দিয়ে বাল্যবিবাহ রোধে ব্যাপক সাড়া পাওয়া  গিয়েছে। তেমনি যে সমস্ত ছাত্রী পড়াশোনার মধ্যে দিয়ে স্বাবলম্বী হতে পারবে এই কন্যাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে সেইসাথে রূপশ্রী প্রকল্পেও আমাদের বাংলার ছাত্রীদের উৎসাহিত করেছে বলে মন্তব্য করেছেন চেয়ারম্যান।
তাই আজ পঞ্চম বর্ষে কন্যাশ্রী প্রকল্প শুধু রাজ্যে নয় সারা বিশ্বের বুকে একটি আলোচিত নাম এবং আদর্শের প্রতীক।একটি সামাজিক আন্দোলনের দিশারী হিসাবে কাজ করছে কন্যাশ্রী প্রকল্প।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here