অভিনব উদ্যোগে মহরম উদযাপন ইসলামপুরে

0
70

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মহরম মানে মানুষের মনেই লাঠি ঢোল তরবারি নিয়ে খেলা দেখানো, মার্শিয়া-মাতম করা। কিন্তু এদিন মহরম উদযাপন উপলক্ষে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করল ইসলামপুর থানার অন্তর্গত নশিপুর গ্রাম।

Celebrate maharam at islampur
নিজস্ব চিত্র

নশিপুর গ্রামের মহরম উদযাপন কমিটি এই উদ্যোগ গ্রহণ করে। বৃক্ষরোপন, দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ, ছাত্র বৃত্তি প্রদান সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হল এবারের মহরম।

Celebrate maharam at islampur
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় মৃত হিন্দু যুবকের শেষকৃত্য সম্পন্ন করল প্রতিবেশী মুসলিম যুবকরা

এছাড়াও অনুষ্ঠানের অংশ হিসেবে ছিল কচিকাঁচাদের জন্য কেরাত, গজল, তাৎক্ষণিক বক্তব্য, মেধা পরীক্ষা সহ আরো অনেক আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীনগর ১ ব্লকের বিডিও মুহাম্মদ ইকবাল। তিনি এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন রানীনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব আমিনুল হাসান বাপি। তিনি এই ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন এই রকম অনুষ্ঠান প্রতিটি গ্রামে হওয়া উচিত।

Celebrate maharam at islampur
নিজস্ব চিত্র

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুর আঞ্চলের প্রধান বেগম হাসিনা নসরৎ, বিশিষ্ট সমাজসেবী মাহমাদুল হাসান, নশিপুর মসজিদের ইমাম জনাব আবদুস সাত্তার সাহেব সহ আরো অনেকে। এহেন ভিন্নধর্মী আয়োজনকে স্বাগত জানান গ্রামের বাসিন্দারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here