মুর্শিদাবাদ পুলিশের তরফে জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালন

0
45

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

celebrate national safety week | newsfront.co
জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালন। নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে শুরু হল ৩১তম জাতীয় নিরাপত্তা সপ্তাহ। শুক্রবার সকাল থেকে বহরমপুর গির্জার মোড় সংলগ্ন এলাকায় নিরাপত্তা সপ্তাহে অংশগ্রহণ করেন ডিআইজি শ্রী মুকেশ, মুর্শিদাবাদ পুলিশ সুপার অজীত সিং যাদব, জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা, মুর্শিদাবাদ অতিরিক্ত পুলিশ সুপার সরকার অনীশ সরকার, লালবাগ অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার-সহ বিভিন্ন পুলিশ অফিসারেরা। ছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও।

safe drive safe life | newsfront.co
‘সেফ ড্রাইভ, সেভ লাইভ’ কর্মসূচি। নিজস্ব চিত্র
celebrate national safety week | newsfront.co
প্যারেড। নিজস্ব চিত্র
safe drive safe life | newsfront.co
র‍্যালি। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কন্যাশ্রীদের নিয়ে মার্শাল আর্ট প্রশিক্ষণ শিবির

এ দিন অনুষ্ঠান মঞ্চ থেকে দুঃস্থদের শীতবস্ত্র এবং হেলমেট বিহীন গাড়ি চালকদের হেলমেট প্রদান করা হয়। তারপর সমস্ত পুলিশ অফিসাররা এবং স্কুলের ছাত্রছাত্রী ও বাইক আরোহীরা এক পদযাত্রা বের করে,যা বহরমপুর শহর পরিক্রমা করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here