নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার ছিলো বাংলা তারিখের ১৩ শ্রাবণ,পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তিরোধান দিবস।অবিভক্ত মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে ১২২৭ সালে ১২ আশ্বিন বিদ্যাসাগরের জন্ম হয়।
পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়,মাতা ভগবতী দেবী।দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।১২৯৮ সালের ১৩ ই শ্রাবণ বিদ্যাসাগর এর তিরোধান দিবস।
প্রতি বছর বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান ও প্রভাতফেরীর মাধ্যমে এই দিনটিকে পালন করা হয়। দূরদূরান্ত থেকে বহু মানুষ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পুণ্য ভূমিতে ছুটে আসেন পুণ্য লাভের আশায়।
আরও পড়ুনঃ এআইডিএসও-এর উদ্যোগে বিদ্যাসাগরের প্রয়ান দিবস পালন মেদিনীপুরে
বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে দীর্ঘদিন সরকারের কাছে আর্জি জানানো হচ্ছে মহামানব বিদ্যাসাগর এর জন্ম, মৃত্যু দিন যেন বাংলার তারিখ হিসাবে পালন করা হয়।
বিভিন্ন জায়গায় ইংরেজি ও বাংলা তারিখ পালন করার ফলে সমস্যায় পড়তে হয় পর্যটকদের তাই দাবি উঠেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বা অন্যান্য মনীষীদের যেভাবে বাংলার তারিখ হিসাবেই জন্ম, মৃত্যু দিন পালন করা হয় বিদ্যাসাগরের জন্ম মৃত্যু দিনও বাংলায় তারিখ হিসাবে পালন করা হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584