শ্যামল রায়,নদীয়াঃ
বিশ্বকবি রবি ঠাকুরের ১৫৮তম জন্মদিন মহাসমারোহে পালিত হলো নদীয়া জেলার সর্বত্র।
শ্রীচৈতন্য ভূমি নবদ্বীপ শহরেও বিভিন্ন সংস্থা রবি ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন।কবিতা এবং আলোচনা অনুষ্ঠিত হয়।চৈতালির জন্মস্থান প্রাচিন্মায়াপুর এ সপ্তক সংস্থার উদ্যোগে রবিঠাকুরের জন্মদিনকে নাচে গানে কবিতায় স্মরণ করা হয়। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুবীর কুমার পাল তিনি রবি ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন,তিনি ছাড়াও নবদ্বীপ পৌরসভা তরফ থেকে মাল্যদান করেন চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা সহ অনেকেই উপস্থিত ছিলেন।
বাংলার রাইটাস ফোরামের উদ্যোগেও রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান এবং তার সম্পর্কে আলোচনা ও কবিতাপাঠ হয়। সম্পাদক শ্যামল রায় কবিতা পাঠ করেন এবং সঙ্গীত পরিবেশন করেন শ্রেয়ান রায় ও রুমা রায় সহ অনেকে।
এছাড়াও নদীয়া জেলার তাহেরপুর কবিতা কুঠিরের এর উদ্যোগে কবিতা পাঠ নাচ-গানে স্মরণ করা হয়। প্রধান উদ্যোক্তা ভবতোষ বিশ্বাস রবি ঠাকুর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সেই সঙ্গে শতাধিক কবি কবিতা পাঠ করেন এবং নৃত্য এবং সঙ্গীত হয়। সুপ্রিয়া বিশ্বাস পারভীন শান্তি স্বপন বিশ্বাস জয় মিত্র রবীন্দ্র কুমার হালদার প্রমূখ কবিতা পাঠ করেন।
এছাড়াও তাহেরপুর নেতাজি পার্ক রবীন্দ্র মঞ্চে খোলা চিঠি আয়োজিত রবীন্দ্র প্রণাম অনুষ্ঠান হয়। উদ্যোক্তা তারক দেবনাথ রবি ঠাকুরের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কবিতায় ছিলেন মেঘছায়া সরকার কৃষ্ণ বণিক রবীন্দ্র কুমার হালদার প্রমূখ।
এছাড়াও নদীয়া জেলা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে শ্রদ্ধা সহকারে স্মরণ করা হয়। জেলাশাসক সুমিত গুপ্ত সহ বিশিষ্ট জন আধিকারিকরা রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করেন।
নদীয়া জেলার কল্যাণী রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগরে করিমপুরে বেথুয়াডহরি বগুড়া হাঁসখালি পলাশীপাড়া কৃষ্ণগঞ্জ তেহট্টে প্রভৃতি স্থানে রবি ঠাকুরের জন্মদিন মহাসমারোহে পালন করা হয় বিভিন্ন সংস্থার তরফ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584