ডিএভি স্কুলে রাষ্ট্রীয় একতা দিবস পালন

0
186

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

celebrate the state community day in dav school | newsfront.co
জমায়েত। নিজস্ব চিত্র

সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম দিবস উপলক্ষ্যে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ পালিত হল মেদিনীপুর শহরের ডিএভি পাবলিক স্কুলে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে ‘একতা দৌড়’-সহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্কুল সংলগ্ন তিন কিলোমিটার এলাকা পরিক্রমা করে।

celebrate the state community day in dav school | newsfront.co
নিজস্ব চিত্র

এই বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ বনমালী বিসওয়াল। এর আগে বিদ্যালয়ের প্রার্থনা সভায় নির্ধারিত বয়ানে শপথ বাক্য পাঠ করেন বিদ্যালয়ের অধ্যক্ষ-সহ, শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীবৃন্দ।

celebrate the state community day in dav school | newsfront.co
শোভাযাত্রা। নিজস্ব চিত্র
celebrate the state community day in dav school | newsfront.co
খুদেদের অংশগ্রহণ। নিজস্ব চিত্র

বিদ্যালয়ে শোভাযাত্রা শুরু হয়ে শরৎপল্লী, বিধাননগর, ডাকবাংলো রোড হয়ে পুনরায় বিদ্যালয় চত্বরে শেষ হয়। প্রায় দেড় শতাধিক ছাত্রছাত্রীদের শোভাযাত্রাকে নেতৃত্ব দেয় জাতীয় ও জোনাল স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড় ছাত্রছাত্রীরা।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ার জংশন শাখার উদ্যোগে এনএফরেলওয়ে-র বিজয়া সম্মিলনী পালন

celebrate the state community day in dav school | newsfront.co
নিজস্ব চিত্র

শোভাযাত্রায় ছাত্রছাত্রীদের সাথে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাক্টিভিটি-ইন-চার্জ শিক্ষিকা সোমা চট্টরাজ, চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, ডিএভি স্কুলের শিক্ষক স্বরূপ ভৌমিক, সুমিত্রা দাস, পার্থ মান্না-সহ অন্যান্যরা।

শোভাযাত্রায় উপস্থিত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এএসআই ট্রাফিক অভিজিৎ ব্যানার্জী-সহ সহকর্মীরা। অভিভাবক-অভিভাবিকারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে, ছাত্রছাত্রীদের উৎসাহিত করে অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করে তোলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here