অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অন্নপ্রাশন দিবস পালন

0
79

সুদীপ পাল,বর্ধমানঃ

পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপালপুর উত্তরপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অন্নপ্রাশন দিবস পালিত হল। মেঝেতে আলপনা, কাগজের রঙিন এবং বেলুন টাঙিয়ে কেন্দ্রটিকে সাজানো হয়েছিল। আটজন মা তাঁদের সন্তানদের নিয়ে এই অনুষ্ঠানে যোগ দিলেন। উত্তরপাড়া কেন্দ্রে অন্নপ্রাশন দিবস পালনের এই অনুষ্ঠানের সাথে আয়োজন করা হয়েছিল খাওয়ারেরও। ভাত, ডাল, তরকারি, ডিম, পায়েস এই মেনুর রান্না করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিরা।

celebrate rice ceremony at anganwari center | newsfront.co
ছবিঃপ্রতিবেদক

মাস দুয়েক আগে রাজ্যের নারী ও শিশুকল্যাণ দপ্তরের উদ্যোগে অন্নপ্রাশন দিবস নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। এলাকার ছয় থেকে নয় মাস বয়সী শিশুদের নিয়ে মায়েরা অঙ্গনওয়াড়ী কেন্দ্রে আসেন। সেখানেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাতৃদুগ্ধ খাওয়া বন্ধ হয়ে যাওয়ার পরে কি ধরনের খাবার দিতে হবে শিশুদের সে সম্পর্কে সচেতনতা বাড়ানো হয় এই কর্মসূচিতে।
শিশু বিকাশ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুদীপ সরকার জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের কি খাবার দেওয়া যাবে মায়েদের তা জানানো হয়েছে।

আরও পড়ুনঃ পর্যটনের নতুন গন্তব্য ঝাড়গ্রামের ঢাঙিকুসুম

ঘটা করে এই অন্নপ্রাশন দিবস পালনে উচ্ছ্বসিত শিশুর মায়েরা। বাড়িতে যেমন অন্নপ্রাশন হয় সেই ভাবেই অন্নপ্রাশন হয়েছে এখানে বলে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেন। মায়েরা বলেন, সাধ থাকলেও অনেক সময় অন্নপ্রাশন পালন করার সাধ্য সব পরিবারের থাকেনা। রাজ্য সরকারের এই কর্মসূচিতে যোগ দিতে পেরে একদিকে যেমন তাঁরা আনন্দিত অন্যদিকে শিশুর বিকাশের ক্ষেত্রে কি ধরনের খাবার খাওয়ানো উচিত সে সম্পর্কে জ্ঞান লাভ করতে পেরেও তাঁরা সমৃদ্ধ হয়েছেন বলে জানাচ্ছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here