মনিরুল হক, কোচবিহারঃ
গোটা রাজ্যে সাথে কোচবিহার জেলাজুড়ে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ। তাঁর অঙ্গ হিসাবে সোমবার মাথাভাঙা শহরের বিভিন্ন স্থানে রোড সেফটি ক্যাম্পিং শুরু করল মাথাভাঙ্গা থানার পুলিশের ট্রাফিক বিভাগ।
এদিন মাথাভাঙ্গা থানার ট্রাফিক পুলিশের ওসি শাহ আলী ইমামের নেতৃত্বে এই কর্মসূচি গ্রহন করা হয়।
এর আগেও পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ এই কর্মসূচি বাস্তবায়িত করার লক্ষ্যে বিভিন্ন সময় সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে বন বান্ধব উৎসবের সূচনা
এদিকে পুলিশের ওই কর্মসূচীর জন্য যানজট যেমন এড়ানো গেছে তেমনি অনেকটাই কমেছে দুর্ঘটনার সংখ্যাও।পাশাপাশি হেলমেট বিহীন মোটর বাইক চালকের সংখ্যা প্রচুর কমেছে বলে দাবি পুলিশের।
পুলিশ সূত্রে জানা গেছে, পথ নিরাপত্তা সপ্তাহের প্রতিদিনই যান চলাচলে বিশেষ নজর দেওয়া হবে। এই কর্মসূচি মাথাভাঙ্গা শহর এবং শহর সংলগ্ন এলাকায় সাতদিন ধরে চলবে বলেও জানিয়েছে মাথাভাঙ্গা থানার ট্রাফিক পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584