নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মিষ্টির বাজারে বাংলার রসগোল্লা এক গুরুত্বপূর্ণ স্থান নিয়েছে গোটা ভারতবর্ষে। এই রসগোল্লা নিয়ে উড়িষ্যা রাজ্যের সাথে এ রাজ্যের তুমুল বিতর্ক। অবশেষে ২০১৭ সালের ১৪ ই নভেম্বর বাংলা রসগোল্লা যে সর্বশেষ্ঠ তা প্রমাণিত হয়েছিল। তারপর থেকেই ১৪ ই নভেম্বর বাংলায় পালন করা হয় রসগোল্লা দিবস।
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট মিষ্টি ব্যবসায়ীর পক্ষ থেকে মহা ধুমধামের সাথে পালন করা হচ্ছে রসগোল্লা দিবস। এ দিন বিভিন্ন পথচারী মানুষকে রসগোল্লা খাইয়ে এই দিবস পালন করা হয়।
আরও পড়ুনঃ রাসমেলার জানা-অজানা তথ্য নিয়ে প্রকাশিত ‘কোচবিহারের রাস’
স্থানীয় এক মিষ্টি ব্যবসায়ী সরোজ জানা জানান, অনেক সংগ্রাম করে বাংলার ঐতিহ্য ফিরে এসেছে রসগোল্লার মধ্য দিয়ে।
তাই প্রত্যেক বছরের মতো এ বছরও এই দিনটিকে রসগোল্লা দিবস হিসেবে পালন করে সমস্ত মিষ্টি ব্যবসায়ীরা। আর এই দিবসে একদিকে যেমন মেতেছে মিষ্টি ব্যবসায়ীরা অপরদিকে আনন্দিত পথচলতি মানুষ থেকে স্থানীয় বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584