আলিপুরদুয়ারে পথ নিরাপত্তা সচেতনতা শিবির পালন

0
96

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

রাস্তায় হেলমেট বিহীন বাইক চালকদের দাড় করিয়ে একদল ক্ষুদের গান্ধীগিরি দেখলো শহর।ক্ষুদেরা এদিন ট্রাফিক আইন ভঙ্গকারি বাইক চালকদের হাতে ফুল,চকলেট,পেন ধরিয়ে রীতিমত শিক্ষকের ভুমিকায় অবতীর্ণ হয়ে বাইকচালকদের হেলমেট পড়া ও অতিরিক্ত যাত্রী বহন না করার জন্য বোঝায়। এই সব ক্ষুদেরা আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম হাই স্কুলের স্কাউট। বুধবার ছিল স্কাউট স্কাফ ডে।

নিজস্ব চিত্র

এই উপলক্ষে ম্যাকউইলিয়ান হাই স্কুল স্কাউটের পরিচালনায় এবং জেলা পুলিশের সহোযোগিতায় অনুষ্ঠিত পথ নিরাপত্তা সচেতনতা শিবির করে বুধবার আলিপুরদুয়ারের প্রধান সড়কে দাপিয়ে গান্ধীগিরি করল ক্ষুদে ছাত্র স্কাউটরা। স্কাটউটদের এই গান্ধীগিরিকে সাধুবাদ জানাতে ভোলে নি সাধারন আমজনতা।

নিজস্ব চিত্র

স্কাউট ইনচার্জ রনি রায় বলেন আগামি দিনেও স্কাউটরা পথে নামবে সেফ ড্রাইভ সেভ লাইফ এর প্রচারে সাধারন মানুষ তথা পরিবহন চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে।

নিজস্ব চিত্র

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ডি এস পি (ট্রাফিক) এম ডি বাদুইজ্জামান, ওসি (ট্রাফিক) দিবাকর ঘোষ, জেলা প্রাথমিক শিক্ষা সেলের চেয়ারম্যান অনুপ চক্রবর্তী, ম্যাক উইলিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষক সুধাংশু বিশ্বাস,সহ প্রধান শিক্ষক কনোজ বল্লভ গোস্বামী,সমাজসেবী সন্দীপন সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here