কোচবিহারে ধূমধামের সাথে পূজিত হল সাইবাবার পূজা

0
138

মনিরুল হক, কোচবিহারঃ

ধূমধামের সাথে সাইবাবার পূজা অনুষ্ঠিত হল কোচবিহারে। বুধবার কোচবিহারের স্টেশন রোডে অবস্থিত সিউড়ি সাইবাবা মন্দির কমিটির পক্ষ থেকে ওই সাই বাবার পূজা উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ওই শোভাযাত্রাটি কোচবিহার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

celebrate sai baba puja in coochbehar | newsfront.co
নিজস্ব চিত্র

এদিনের অনুষ্ঠানে কোচবিহার জেলা পুলিশের আধিকারিক ডঃ সন্তোষ নিম্বালকর, ডিএসপি ট্রাফিক চন্দন দাস, কোতোয়ালী থানার আইসি সৌম্যজিৎ রায়, সাইবাবা মন্দির কমিটির কার্যকর্তা অভিজিৎ দে ভৌমিক সহ প্রচুর সংখ্যক ভক্তরা সামিল হন। এছাড়াও সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

celebrate sai baba puja in coochbehar | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জেলা সফরে মমতা, প্রশাসনিক বৈঠকে শিলান্যাস-উদ্বোধন একাধিক প্রকল্পের

সাইবাবা মন্দির কমিটির কার্যকর্তা অভিজিৎ দে ভৌমিক, প্রতি বছরের ন্যায় আমরা এই সিউড়ি সাইবাবার পূজার আয়োজন করি। এবার তার সপ্তম প্রতিষ্ঠা বর্ষ অনুষ্টান অনুষ্ঠিত হচ্ছে স্টেশন মোড়ে। এই পূজা শুরু হয়েছে আজ ভোর বেলা থেকে। সারাদিন ধরে ধর্মীয় আচার আচরন মেনে যজ্ঞ করা হচ্ছে।

তাছাড়াও সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here