আচার্য ব্যতিরেকে সমাবর্তন সম্পন্ন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে

0
52

মনিরুল হক, কোচবিহারঃ

শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালকে ছাড়াই তৃতীয় বার্ষিক সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের।

celebrate samabartan program without governor | newsfront.co
নিজস্ব চিত্র

শুক্রবার কোচবিহার উৎসব অডিটোরিয়ামে অনুষ্ঠানের সুচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেব কুমার মুখ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৩৯ জন পড়ুয়াকে স্বর্ণ পদক ও ৪৪ জন পড়ুয়াকে রুপো পদক দিয়ে সম্মানিত করা হয়।

celebrate samabartan program without governor | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও এবছর এই বিশ্ববিদ্যালয় থেকে কোন ডিলিট সম্মান দেওয়া হয় নি কাউকে। তবে পঞ্চানন বর্মা স্মৃতি পুরস্কার দেওয়া হয়েছে বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্রসেনজিৎ বর্মণকে।

আরও পড়ুনঃ পুলওয়ামা হামলার বর্ষপূর্তিতে বিজেপির শোকমিছিল

celebrate samabartan program without governor | newsfront.co
নিজস্ব চিত্র

এদিনের এই অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত হতে পারেন নি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের তিন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় কৃষ্ণ বর্মণ ও গৌতম দেব। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক শিবাজি রাহা।

celebrate samabartan program without governor | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন আচার্যের অনুপস্থিতিতে উপাচার্য দেব কুমার মুখোপাধ্যায় নিজেই সমস্ত দায়িত্ব ভার সামলান। শুক্রবার তিনি বলেন, “আমাকে আইন মেনে কাজ করতে হবে। বিধি মেনে কাজ করছি, কোন ভুল পদক্ষেপ আমরা গ্রহন করি নি। তবে আচার্য কেন চিঠি পেলেন না সে বিষয়ে খোঁজ নেওয়া হবে। আমরা সঠিক সময়েই বিধি মেনে তার অনুমতির জন্য চিঠি পাঠিয়েছিলাম।”

আরও পড়ুনঃ প্রেমদিবসে রমরমিয়ে চলছে গোলাপ ব্যবসা

celebrate samabartan program without governor | newsfront.co
নিজস্ব চিত্র

রাজ্যপাল তথা আচার্যের শোকজ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,“বিধি মেনে কোন চিঠি এলে তার উত্তর আমি অবশ্যই দেব। সোশ্যাল মিডিয়ায় কি হয়েছে তার উত্তর আমি দেব না।”

যদিও এবিষয়ে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, “আচার্য আসা না আসা নিয়ে আমার কোন মন্তব্য নেই। তবে যতটুকু জানি বিশ্ববিদ্যালয়ের আইন মেনেই তাকে আমন্ত্রণ করা হয়।”

এই অনুষ্ঠানে অতিথি হিসেবে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আসার কথা থাকলেও তিনি এই অনুষ্ঠানে আসেন নি। বিতর্ক এড়াতেই কি পার্থ বাবু এই সমাবর্তন উৎসবে এলেন না তা নিয়ে উঠেছে প্রশ্ন ?

যদিও এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেব কুমার মুখোপাধ্যায় জানান, বিধানসভায় সেশন চলার কারনে শিক্ষামন্ত্রী আস্তে পারেন নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here