রাজ‍্যের বন‍্যা পরিস্থিতি নিয়ে সরব দিলীপ ঘোষ

0
139

নিউজফ্রন্ট, কোলকাতা:

বুধবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ রাজ‍্যের বন‍্যা পরিস্থিতি নিয়ে মুখ খোলেন।তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। আসলে তাঁর সমস্ত উদ্বেগই ছিল সস্তার প্রচারের জন্য। তিনি যদি সত্যিই উদ্বিগ্ন হতেন, তবে বাংলায় ফিরেই ছুটে যেতেন অসহায় মানুষগুলোর পাশে। কিন্তু তিনি তা করেননি। এখন পর্যন্ত উত্তরবঙ্গের ভয়াল বন্যা পরিদর্শনও করেননি। ব্যবস্থাও নেননি যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আটকে পড়া মানুষগুলোকে ফিরিয়ে আনার ব্যাপারেও।

সেচমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় শুধু ছবি তুলতেই ব‍্যস্ত । ত্রাণ নিয়ে ক্ষোভ। কেউই ত্রাণ পাননি। দুর্ভোগে কাটছে বন্যাপীড়িত মানুষগুলোর। রাজ্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্ষার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার, তার কিঞ্চিৎভাগও নেয়নি এই সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here