নেতাজির জন্মদিবসে ভারত মাতার পূজার্চনা

0
43

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

সুভাষচন্দ্রের জন্মদিনে ভারত মাতার মূর্তি পুজো করা হল অখিল ভারত বিদ্যার্থী পরিষদের পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা কলেজ ইউনিটের পক্ষ থেকে।

subhash chandra bose birthday | newsfront.co
এবিভিপি-র পদযাত্রা। নিজস্ব চিত্র

বৃহস্পতিবার নেতাজির ১২৩ তম জন্মদিন উপলক্ষে সাড়ম্বরে বীর বিপ্লবীর জন্মদিন পালন করছে এবিভিপি-র বেলদা কলেজ ইউনিট। সকালে বেলদা বাজার এলাকায় জাতীয় পতাকা আবরণে একটি শোভাযাত্রা পরিক্রমা করে। এই শোভাযাত্রায় ইউনিটের প্রায় সকল ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

শোভাযাত্রার পর ভারত মাতার পুজোয় মেতে ওঠে এবিভিপি-র ছাত্রছাত্রীরা। পুজোর পর এলাকায় প্রসাদ বিতরণ করা হয়।

subhash chandra bose birthday | newsfront.co
নেতাজির ছবি লাগিয়ে তৈরি ভারতমাতার পুজো মন্ডপ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রামনগর ১ ব্লকে ‘সুভাষ উৎসব’ পালন

এ দিন এবিভিপি-র কর্মসূচি সম্বন্ধে প্রশ্ন করা হলে, বেলদা কলেজ ইউনিটের এক ছাত্রনেতা তমালজ্যোতি জানা বলেন, নেতাজির জম্মদিনে আমরা তাঁর মতোই ভারতমাতার পুজো করছি। তবে আমদের এই কর্মসূচিতে প্রশাসনের অনুমতি পাওয়া যায়নি। তা সত্বেও আমরা শোভাযাত্রার পাশাপাশি ভারতমাতার পুজো করছি।

ওই ছাত্রনেতা আরও বলেন, এই কর্মসূচি সফল করতে আমাদের বহু বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। এমনকি বুধবার রাতে কিছু দুস্কৃতি আমাদের পুজো মন্ডপ নষ্ট করারও চেষ্টা করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here