নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
বেশ কিছুদিন আগে শিলিগুড়ির মহকুমার খড়িবাড়ি ব্লকের গান্ধী মেমোরিয়াল প্রাইমারি স্কুলের দুই শিক্ষক ও এক শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে স্কুল চলাকালীন মদ জুয়া এমনকি ছাত্রছাত্রীদের দিয়ে শরীর মালিশ করানো হয়।
এর পাশাপাশি কোন পড়াশোনা হয় না।যদিও এই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি।এরপর এই খবর দেখানোর পর নড়েচড়ে বসেন প্রশাসন।গোটা ঘটনার তদন্তের জন্য ডিআই অফিস থেকে তিন সদস্যের একটি প্রতিনিধি দল পাঠান।
এরপর স্কুল গিয়ে কথা বলেন পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে।তবে তা সত্ত্বেও ১৭ দিন কেটে গেলে অবশেষে এক প্রকার বাধ্য হয়ে পড়ুয়ারা বুধবার ক্লাসরুম ও প্রধান গেট তালা মেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন স্কুল। তাদের দাবি যে যতদিন পর্যন্ত ওই স্কুলে ওই দুই শিক্ষক ও এক শিক্ষিকা বদলি করা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত পড়ুয়ারা স্কুল খুলবেন না।
আরও পড়ুনঃ সুগার ফ্রি কেক-মিষ্টি দিয়ে শিক্ষক দিবস পালন জিমে
তা সত্ত্বেও এদিন সকালে স্কুলে যান এক শিক্ষক। এরপর স্কুলের প্রধান গেটের বাইরেই বসে থাকেন তিনি।গোটা বিষয়টি ফোনে জানান এসআইকে। এরপর তিনি বসেই থাকেন স্কুলের বাইরে। স্কুলের বাইরে ছাত্র-ছাত্রীদের কে নিয়ে শিক্ষক দিবস পালন করেন তিনি।
তবে অভিভাবক ও পড়ুয়াদের বক্তব্য যে যতদিন পর্যন্ত না ডিআই নিজে এসে তাদের সাথে কথা বলছেন।ততদিন তারা কোন মতেই স্কুল খুলবেন না।আর গতকালের মধ্যে যদি কোন ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বড়সড় আন্দোলনে নামব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584