নিউজডেস্কঃ
নারীদের বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে বিপদজনক দেশ নাকি ভারতবর্ষ। সম্প্রতি থমসন রয়টার্স’-এর এক সমীক্ষায় এমনটিই দাবি করা হয়েছে। ‘থমসন রয়টার্স’ নামক রয়টার্সের গবেষণা সংস্থা সাত বছর আগে প্রথম এই সমীক্ষা শুরু করে। তখন নারীদের জন্য বিপদজনক দেশ হিসেবে এক নম্বরে ছিল আফগানিস্তান। ভারত ছিল চার নম্বরে। কিন্তু সাত বছর পরে ভারতের অবস্থান শীর্ষে। পূর্বে তিন নম্বরে থাকা পাকিস্তান বর্তমানে আছে ছয় নম্বরে। সমীক্ষার দশটি দেশের মধ্যে নয়টি দেশই এশিয়ার। বাইরের একটি মাত্র দেশ আমেরিকা। মেয়েদের স্বাস্থ্য, যৌন হয়রানি, লিঙ্গ বৈষম্য, নারী পাচার, নারী নির্যাতন, সামাজিক প্রথা এই সব সূচকের ভিত্তিতে সমীক্ষাটি করা হয়। ‘থমসন রয়টার্স ফাউন্ডেশন’ পৃথিবীর সাড়ে পাঁচশো বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে এই সমীক্ষা সম্পন্ন করে থাকেন। নারী নির্যাতন, কু-প্রথা ও যৌন হয়রানিতে ভারতের অবস্থান এক নম্বরে। অন্য সূচকে ভারত কোথাও দুই নম্বরে কোথাও তিন নম্বরে। তবে ভারতের মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা এমনটি মানতে নারাজ বলে রয়টার্স সূত্রে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584