নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে কমিউনিটি হলে স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দার্জিলিং জেলা পুলিশ ও রামকৃষ্ণ মিশন যৌথ উদ্যোগে জেলার ছাত্রছাত্রীদের নিয়ে বক্তৃতা প্রতিযোগিতা শুরু হল।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা পুলিশ সুপার অমরনাথ কে, দার্জিলিংয়ের সিস্টার নিবেদিতা আশ্রমের মহারাজ স্বামী নিত্যসত্যনন্দজি, নকশালবাড়ি সিআই স্বপন কুমার সরকার, নকশালবাড়ি থানার ওসি সুজিত দাস সহ অন্যান্য থানার আধিকারিক ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
আরও পড়ুনঃ প্রমিলা বাহিনীর জেলা সম্মেলন কোচবিহারে
এইদিন দার্জিলিং জেলা পুলিশ সুপার অমরনাথ কে জানান আমরা ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মারাধনের আয়োজন করতাম।
কিন্তু দার্জিলিংয়ে প্রচুর ঠান্ডা থাকায় তাতে বেশি সংখ্যক কেউ অংশ গ্রহণ করত না। সেই জন্য জেলা পুলিস ও রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে স্কুল, কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এই বক্তৃতা প্রতিযোগিতা আয়োজন করেছি। ১৯-২০ ডিসেম্বরে মহকুমা স্তরে এই প্রতিযোগিতা হবে। ১২ জানুয়ারি জেলা স্তরের প্রতিযোগিতা হবে দার্জিলিংয়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584