নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার মহাধুমধামের সাথে ড:বিষ্ণুপদ পাণ্ডার জন্মশতবর্ষ উদযাপন কমিটি ও এগরা অন্বেষা সাহিত্য গোষ্ঠী আযোজিত এবং এগরা সারদা শশিভূষণ কলেজের সহযোগিতায় একদিনের জাতীয় স্তরের আলোচনা ও স্মৃতিচারণসভা অনুষ্ঠিত হয় কলেজের সেমিনার হলে।
মঙ্গলদীপ প্রজ্জ্বলনে সেমিনারের উদ্বোধন করেন প্রয়াত ড: পন্ডার কৃতীছাত্র রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড: কানন বিহারী গোস্বামী,সঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি ডা:বাণী কুমার ষড়ঙ্গী,ওড়িশা সরকারের প্রাক্তন শিক্ষা সচিব প্রমথেশ দাশ, ড: পাণ্ডার সাহিত্য বিষয়ের গবেষক এই কলেজের অধ্যাপক শান্তনু দলাই,শিক্ষক সংসদের সম্পাদক ড:দীপক বিশাই,জাতীয় শিক্ষক ড:প্রনব পট্টনায়ক,কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা শ্রাবস্তী রায়,প্রমুখ।
সভায় পৌরোহিত্য করেন সেমিনারের সভাপতি তথা কলেজ অধ্যক্ষ ড:দীপক কুমার তামিলি।বৈদিক মন্ত্রপাঠ করেন বাথুযাড়ী হাইস্কুলের প্রাক্তন শিক্ষক অহিভূষণ পাহাড়ি।স্বাগত ভাষণে আযোজক “অন্বেষা” গোষ্ঠীর সম্পাদক আঞ্চলিক ইতিহাস গবেষক শান্তিপদ নন্দ তার ছাত্র জীবনে ড: পাণ্ডার ছোট বড় বহু ঘটনার স্মৃতি চারণ করেন এবং আধুনিক প্রজন্মের কাছে তাঁর মেধা, কর্তব্যনিষ্ঠা,তার প্রকাশনা,বাংলা ভাষার সঙ্গে ওড়িয়া ভাষার সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তার ভূমিকা তুলে ধরেন।আগামী প্রজন্মের কাছে তার বর্ণময় কর্মজীবন তুলে ধরে অনুপ্রাণিত করতে প্রাক্তনী ও শুভানুধ্যায়ীদের এমন উদ্যোগ বলে জানান সম্পাদক।
আরও পড়ুনঃ ডঃ সুশীলা মন্ডলের জন্মশতবর্ষ উদযাপন
অনুষ্ঠানে স্মারক গ্ৰন্থ প্রকাশ করেন অন্যতম প্রাক্তনী রেভেন্সা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষাবিভাগীয় প্রধান ড:রুমা সরকার ও অনুষ্ঠানের সভাপতি কলেজ অধ্যক্ষ ড:তামিলি। জন্মসূত্রে এগরা-২এর বাথুযাড়ী গ্ৰামের এই কৃতীসন্তান সাধারণ মানুষের শিক্ষাবিস্তারে নিজের গ্ৰামে বাথুযাড়ী আদর্শ বিদ্যলয় স্থাপন করেন ও ঐ স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক।
পরে তিনি এগরা জে এল হাইস্কুল, সেখান থেকে পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুল হয়ে রিজিওন্যাল ইনস্টিটিউট অফ এডুকেশন,ভুবনেশ্বরে অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন। বহুছাত্র ছাত্রী তার তত্ত্বাবধানে গবেষণা করে সফলতা পায়। আঞ্চলিক ইতিহাস গবেষক সাহিত্যিক মন্মথ নাথ দাস তার দেখা ড:পন্ডার তথ্য নির্ভর ইতিহাস উল্লেখ করেন।বলেন তার প্রকাশিত গ্ৰন্থ ও অনুবাদ গ্ৰন্থ সংখ্যা ২৪।
“স্মৃতির সুবর্ণরেখা”,”শ্রীচৈতন্য প্রদক্ষিণ”,”দ্বারিকা পালা ও সারদা মঙ্গল,” “কথা যুগে যুগে(কিশোর সাহিত্য),” “শিক্ষাশ্রয়ী সমাজতত্ব(অনুবাদ),”প্রভৃতি উল্লেখযোগ্য। সমস্ত পুস্তক বর্তমান সময়ের ছাত্র ছাত্রীর গবেষণার জন্য এগরা কলেজের হেফাজতে তুলে দেয় পরিবার।
এদিন আত্মীয় স্বজনের মধ্যে ড: পন্ডার দুই ছেলে তিমির বরন পন্ডা ও নির্মল বরন উপস্থিত ছিলেন।এদিন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কবি সুরকার হেমন্ত মাইতি ও মমতা মাইতি।শেষে লেখকের জীবনী নিয়ে “নির্মল বল্লভ” তথ্য চিত্র প্রদর্শন হয়।অধ্যাপক স্বপন কুমার মিশ্রের সমাপ্তি সঙ্গীতে স্মৃতিচারণ সভার সমাপ্তি ঘটে।ধন্যবাদ জানান আয়োজক সংস্থার পক্ষে প্রকাশ কুসুম দাশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584