নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে সাত দিন ধরে সেবা সপ্তাহ পালন শুরু করেছে ভারতীয় জনতা পার্টি।
সেই কার্যক্রমকে সামনে রেখে আজ পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ৭ নং অঞ্চলের শিবরাম চক এলাকায় সারাদিন ধরে সাধারণ মানুষের সেবা করে দিনটি পালন করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।এদিন প্রথমেই তিনি এলাকার দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্রদান করেন।
আরও পড়ুনঃ ভারতী ঘোষের উদ্যোগে দুঃস্থ মানুষদের চক্ষুছানি অপারেশন কেশপুরে
তারপর তিনি এলাকায় সাফাই অভিযানে অংশ নেন এবং ঝাঁটা হাতে আবর্জনা পরিষ্কারও করেন।সব শেষে এলাকায় গরীব বৃদ্ধ, বৃদ্ধাদের পা ধুয়েমুছে তার সাথে সাথে খাওয়ানো হয় এলাকার মানুষদের।
তার সাথে চক্ষু রুগীদের চশমা বিতরণ করে,বিভিন্ন রকমের কর্মসূচি দিয়ে সেবা করেন বিজেপি সহ সভাপতি ভারতী ঘোষ। সেবার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584