নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুরের মেছেদায় জন্মদিনে স্মরণ করা হলো রাহুল দেব বর্মনকে।ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন রাহুল দেববর্মন।
যিনি সবার কাছে পঞ্চম বা পঞ্চম দা হিসেবেই অধিক পরিচিত।ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত রাহুল দেব বর্মণের গাওয়া একেরপর এক গান সঙ্গীত জগতে আজও মাইলস্টোন হয়ে আছে।এরকম একজন সঙ্গীত শিল্পী বাঙালির হৃদয়ের আজও জায়গা করে নিয়েছে।
যার ফ্যান সংখ্যা দিন দিন ক্রমবর্ধমান। বৃহস্পতিবার ২৭জুন মেচেদার আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় কমপ্লেক্সে অর্থাৎ মেদিনীপুর কুইজ কেন্দ্রের কুইজ লাইব্রেরিতে পঞ্চমদা অর্থাৎ রাহুল দেব বর্মণের ৮০ তম জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠিত হল”পঞ্চমের পাঁচালী”।একদল পঞ্চম ফ্যান তথা কুইজ কেয়ারের আয়োজনে অনুষ্ঠানটি হয়।অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ছিল রাহুল দেব বর্মণের ভালো গান শোনা, তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি ছিল রাহুল দেব বর্মণ স্পেশাল কুইজ ।
আরও পড়ুনঃ আনন্দ পুরস্কার প্রাপ্ত নলিনী বেরার জন্মদিন উদযাপনে সাহিত্য আড্ডা ‘দণ্ডভুক্তি’ পরিবারের
অনুষ্ঠানের প্রথমেই রাহুল দেব বর্মণের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় ।মাল্যদান করেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ও পঞ্চম ফ্যান সতীনাথ মাইতি।
এরপর মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধাঞ্জলী জানায় উপস্থিত সকল গুনিজন সহ পঞ্চম ফ্যানেরা।জন্মদিনের কেক কাটেন দুই শিক্ষক বিমল দাস ও অরুণাশু প্রধান সহ অন্যান্যরা। তারপর শুরু হয় রাহুল দেববর্মন কে নিয়ে আলোচনা ও কুইজ ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাদাগিরি চ্যাম্পিয়ন দীপসুন্দর দিন্দা,লেখক ও কুইজ মাস্টার মৌসম মজুমদার, জনপ্রিয় কুইজ মাস্টার শুভদীপ মাজী, কুইজ মাস্টার ও শিক্ষক কৃষ্ণপ্রসাদ ঘড়া,শিক্ষক অরুনানশু প্রধান,শিক্ষক বিমল দাস,কুইজ মাস্টার সৌগত কান্ডার, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের আধিকারিক বোধীসত্ত্ব জানা, হলদিয়া আই ও সি আধিকারিক দীপক তানিজা সহ বিশিষ্ট গুণীজন সহ জেলা ও জেলার বাইরের থেকে আসা পঞ্চম ফ্যানেরা।
কুইজ প্রতিযোগীতায় জেলার বাইরের থেকে প্রতিযোগীরাও অংশগ্রহণ করেন। দিল্লি থেকে দীপক তানিজা (কর্ম সূত্রে হলদিয়া তে থাকেন),কোচবিহার থেকে রাজর্ষী রায়,প্রমথনাথ সাহা, কলকাতার সোদপুর থেকে ব্রজগোপাল দাস , হুগলি থেকে নৈহাটি মিঠুন পাল , ঘটাল থেকে সুরোজ বারি এছাড়াও উপস্থিত ছিলেন দুই মেদিনীপুরের অনেক প্রতিযোগী।
রাহুল স্পেশাল কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দীপক তানিজা ও বোধিসত্ত্ব জানা, দ্বিতীয় – সন্দীপন দাস ও কৌশিক মাজী, তৃতীয়-সুরজ বৈরী ও সঞ্জয় মণ্ডল ।
অনুষ্ঠানে অতিথি শিক্ষক অরুণাশু প্রধান বলেন রাহুল দেববর্মনকে শ্রদ্ধা জানানোর জন্য এধরনের অনুষ্ঠান পূর্ব মেদিনীপুরে আগে কখনও হয়নি ।
শিক্ষক ও রাহুল দেববর্মণ ফ্যান মৌসম মজুমদার বলেন , বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে আগামী দিনে বিভিন্ন মনীষীদের পাশাপাশি এধরনের মানুষজনের প্রতি শ্রদ্ধা জানাতে আরো বেশি করে তৎপর হয়ে উঠতে হবে। আগামী প্রজন্মের কাছে পুরোনো দিনের শিল্পীদের না তুলে ধরলে ওদের কাছে ঐসকল বিখ্যাত শিল্পীরা হারিয়ে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584