নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পালিত হলো সত্যপ্রিয় রায়ের জন্মদিবস।যথাযোগ্য মর্যাদায় পালিত হলো নিখিলবঙ্গ শিক্ষক সমিতির প্রাণপুরুষ সত্যপ্রিয় রায়ের ১১৩ তম জন্মদিবস। শুক্রবার সকালে সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার জেলা দপ্তরে সমিতির পতাকা উত্তোলন ও সত্যপ্রিয় রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
সমিতির পতাকা উত্তোলন করেন জেলা শাখার প্রাক্তন সভাপতি মৃত্যুঞ্জয় ঘোষ। প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত নেতৃত্ব ও সদস্য-সদস্যাগণ। সন্ধ্যা অনুষ্ঠিত হয় ঘরোয়া আলোচনা সভা।সেই সভায় সত্যপ্রিয় রায়ের জীবনী, কর্মধারা এবং বর্তমান সময়ের শিক্ষক আন্দোলনে সত্যপ্রিয় রায়ের জীবনাদর্শ ও কর্মধারার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন সংগঠনের জেলা শাখার সম্পাদক বিপদতারণ ঘোষ।
আরও পড়ুনঃ ব্যক্তিগত উদ্যোগে ভিন্নধারার আয়োজনে উদযাপন জন্মদিন
আলোচনায় অংশ নেন সমিতির প্রাক্তন জেলা সম্পাদক রবীন্দ্রনাথ ঘোষ। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক নেতৃত্ব অমিতাভ কুন্ডু। সমিতির শতাধিক সদস্য-সদস্যা এই ঘরোয়া সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও সমিতির মহাকুমা শাখাগুলি ও আঞ্চলিক শাখাগুলির উদ্যোগে দিনটি পালিত হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584