তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ গৌরাঙ্গ স্মৃতি পল্লী পাঠাগার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাচা নেহেরুর ১৩০ তম জন্মদিন ও শিশু দিবস যথাযথ মর্যাদা সহকারে পালন করল।
এ দিন গৌরাঙ্গ স্মৃতি পল্লী পাঠাগারে জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট সাহিত্যিক, কবি ও শিক্ষাবিদ নৃপেন্দ্রনাথ মহন্ত।
হেমতাবাদ সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক মিহির দাশগুপ্ত, প্রণব গুপ্ত, গ্রন্থগারিক জনরঞ্জন দাস,পরিচালনা সমিতির সদস্য শ্যামল দাশগুপ্ত, শ্রীমতি সুস্মিতা গুপ্ত, চাচা নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন।
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন হোমে শিশুদিবস উদযাপন
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে শিশু শিল্পী স্বর্ণশ্রী দাস। স্বপ্নদীপ শিশু নিকেতনের ছাত্রছাত্রীদের মধ্যে সংগীত, আবৃত্তি পরিবেশন করে মৌবনি চক্রবর্তী, অর্পিতা ঘোষ, সায়ন্ন সরকার, অন্বেষা বসাক ও ময়ূখ গুপ্ত।
এ দিন শিশু দিবসের তাৎপর্য সম্পর্কে উপস্থিত শিশুদের সামনে বক্তব্য রাখেন গ্রন্থাগারিক জনরঞ্জন দাস, বিশিষ্ট সমাজসেবী মিহির দাশগুপ্ত এবং বিশিষ্ট শিক্ষাবিদ-সাহিত্যিক নৃপেন্দ্র নাথ মহন্ত।
হেমতাবাদ সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক মিহির দাশগুপ্তের সঙ্গীত উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। পরিশেষে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক নৃপেন্দ্র নাথ মহান্তের স্বরচিত কবিতা শিশুদিবসের অনুষ্ঠানকে আলাদা মাত্রায় পৌঁছে দেয় বলে জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584