নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ডুয়ার্স নাট্যকথার ব্যবস্থাপনায় ডুয়ার্স নাট্য উৎসব উদযাপিত হল আলিপুরদুয়ার জেলার সলসলাবাড়ি মডেল হাই স্কুল মাঠে।
চার দিন ব্যাপি এই নাট্য উৎসবের সূচনা হয়েছে গত ৩০ অক্টোবর। চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। কলকাতা, কোচবিহার, আলিপুরদুয়ার-সহ বিভিন্ন এলাকার বিভিন্ন নাট্যগোষ্ঠী এই চার দিনের অনুষ্ঠানে বর্ণাঢ্য নাটক পরিবেশন করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই লক্ষ টাকা খরচ হচ্ছে এই অনুষ্ঠানের আয়োজনে। সেই খরচের অধিকাংশ টাকাই আসছে জনগণের থেকে।
আরও পড়ুনঃ নাট্যকার রক্তকমল দাশগুপ্ত স্মরণে গ্রন্থ প্রকাশ
প্রায় দুই দশক আগে ডুয়ার্সের আলিপুরদুয়ার সলসলাবাড়ী শামুকতলা এলাকা সাংস্কৃতিক দিক দিয়ে অনেক এগিয়ে ছিল। কিন্তু পরে অত্যাধুনিক যুগের সঙ্গে তাল মিলাতে গিয়ে সংস্কৃতি শব্দটি মুছে যেতে চলেছে।
তাছাড়া বর্তমান প্রজন্ম মোবাইলের যুগে পড়ে, সব যেন তলানিতে এসে ঠেকেছে। নাট্যচর্চা যেন আধুনিক প্রজন্মের কাছে ইতিহাস। সলসলাবাড়ি ডুয়ার্স নাট্য কথার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার অনেকেই ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584