নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
সারা রাজ্যের সাথে ২১তম তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বহরমপুরে গ্র্যান্ট হলে আজ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সাহার নেতৃত্বে দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান পালিত হয়। উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন কর্মী ও নেতৃবৃন্দ।সকাল ১০ টায় শহীদ স্মরণ করে পতাকা উত্তোলনের পর রাইবেশে নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।শহরের একপ্রান্তে যখন জেলা সভাপতির উপস্থিতিতে প্রতিষ্ঠা দিবসের সভা অনুষ্ঠিত হচ্ছে ঠিক তখনই অপরপ্রান্তে বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি নাড়ুগোপাল মুখার্জির নেতৃত্বে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং সেইসঙ্গে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেক কেটে সকলের মধ্যে বিতরণ করা হলো।সঙ্গে শহীদ বেদিতে মাল্যদান করা হয়। কার্যালয়ে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে জেলা সভাপতির উপস্থিতি বিষয়ক প্রশ্ন করা হলে টাউন সভাপতি কার্যত এড়িয়ে যান।
আরও পড়ুন: সুন্দরবন আর্দশ বিদ্যামন্দিরের প্লাটিনাম জুবলি উদযাপন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584