মেদিনীপুরে হেল্পিং হ‍্যান্ডের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

0
98

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

celebrate the helping hand community
স্বেচ্ছাসেবী সংগঠন কে সম্মাননা।নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংস্থা হেল্পিংহ্যান্ডের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের বিদ‍্যাসাগর স্মৃতি মন্দিরে। মঙ্গলবার এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে যোগ দিয়ে প্লাস্টিক মুক্ত পরিবেশ গঠনে আমন্ত্রিত সমস্ত সমাজসেবী সংগঠনকে এগিয়ে আসতে আহ্বান জানালেন বিশিষ্ট বিজ্ঞানী ড.শান্তনু ভৌমিক। প্লাস্টিকের অপকারিতা নিয়ে আলোচনার পাশাপাশি প্লাস্টিক মুক্তি ও প্লাস্টিকের রিসাইকেলিং এর জন্য কী কী করা দরকার সে বিষয়ে আলোকপাত করেন।

celebrate the helping hand community
বাচিক শিল্পী কে সম্মাননা।নিজস্ব চিত্র
celebrate the helping hand community
প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন।নিজস্ব চিত্র

সেই সঙ্গে প্লাস্টিক থেকে বিশ্বকে বাঁচানোর তাঁর আবিস্কার আগামী দিনে গোটা ভারত সহ বিশ্বকে পথ দেখাবে বলে আশা প্রকাশ করেন।এদিন সকালে সমবেত অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও স্মৃতি মন্দিরে থাকা মনীষীদের প্রতিকৃতিতে মাল‍্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠানে রিমা কর্মকারের তত্ত্বাবধানে নৃত্য পরিবেশন করেন নৃত‍্যনীড় সংস্থার শিল্পীরা।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে নজরুল জন্মজয়ন্তী উদযাপন

celebrate the helping hand community
বৈজ্ঞানিক ড. শান্তনু ভৌমিক কে বরণ।নিজস্ব চিত্র
celebrate the helping hand community
নিজস্ব চিত্র

অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন হেল্পিংহ‍্যান্ডের কর্ণাধার বিশ্বনাথ দিকপতি।প্রথম পর্বে হিউম্যান রাইটসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মানবাধিকার কর্মী অমিত মিশ্র। অনুষ্ঠানে বাঁশি বাজান বিশিষ্ট বংশীবাদক রঞ্জন জানা।রক্তদান ও থ‍্যালাসেমিয়া নিয়ে আলোচনা করেন রক্তদান আন্দোলনের বিশিষ্ট কর্মী অসীম ধর।পরিবেশের স্বাস্থ্য রক্ষা ও মেন্টাল হেলথ নিয়ে আলোচনা করেন আই আই টির অধ‍্যাপক ব্রজেশ দুবে।প্রাথমিক চিকিৎসা ও হঠাৎ হৃদরোগে কেউ আক্রান্ত হলে কী করণীয় সে নিয়ে আলোচনা করা হয় সেন্ট জন অ‍্যাম্বুল‍্যান্সের পক্ষ থেকে।জল সংরক্ষণ নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিদ্যালয় ২ এর অধ‍্যক্ষ কিশোর কুমার। অনুষ্ঠানে আবৃত্তি করেন ওসিএলের আধিকারিক জয়ন্ত ঘোষ,মিরাক্কেল খ‍্যাত বাচিক শিল্পী দেবাশীষ দন্ড।জি বাংলা খ‍্যাত বিশিষ্ট সঙ্গীত শিল্পী তীর্থ বিশ্বাস।এদিনের অনুষ্ঠানে পশ্চিম মেদিনীপুর জেলা তথা রাজ‍্যের বিভিন্ন প্রান্তের বেশ কিছু সমাজসেবী সংগঠনকে সম্বর্ধনা জানানো হয়।উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্যোগপতি আনন্দগোপাল মাইতি,লেখিকা ও সমাজকর্মী রোশেনারা খাঁন,কবি শ্বাসত হোসেন, সমাজকর্মী ঝর্ণা আচার্য্য,সমাজসেবী সুজন বেরা, কবি অভিনন্দন মুখোপাধ্যায়,কবি ও চিত্রশিল্পী বিশ্ব বন্দ‍্যোপাধ‍্যায়,রক্তদান আন্দোলন কর্মী জয়দেব ঘোড়াই, সমাজসেবী ভোলানাথ দিকপতি, সুশীল চ‍্যাটার্জী , অসীম নাথ ,সুদীপ কুমার খাঁড়া, সুভাষ জানা, স্নেহাশীষ চৌধুরী,মণিকাঞ্চন রায়, মৃণাল কোটাল,কৃষ্ণগোপাল চক্রবর্তী প্রমুখ।গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী বৃষ্টি মুখোপাধ্যায়।অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জানান সংস্থার কর্ণধার বিশ্বনাথ দিকপতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here