রবীন্দ্র নৃত্যনাট্যের শতবর্ষ উদযাপনে বালুরঘাটে অনুষ্ঠান

0
45

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

বাঙালির ঘরে ঘরে রবীন্দ্র সাহিত্য-সঙ্গীত-নৃত্য যেমন জনপ্রিয়, ঠিক তেমনই রবীন্দ্র নৃত্যনাট্যও বাঙালির মন জুড়ে রয়েছে। এই বছর রবীন্দ্র নৃত্যনাট্যের শতবর্ষ চলছে তাই রবীন্দ্র নৃত্যনাট্যকে সম্মান জানাল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের সঙ্গীত চর্চা কেন্দ্র ‘আরোহী’। তারা তাদের এই সম্মান জানাতে বেছে নিয়েছিল দীপান্বিতা উৎসবকে।

celebrate the rabindra century | newsfront.co
নৃত্যনাট্যের শিল্পীরা। নিজস্ব চিত্র

রবিবার আরোহীর দীপান্বিতা উৎসবে ‘শাপমোচন’ নৃত্যনাট্যের মধ্যে দিয়ে তারা রবীন্দ্র নৃত্যনাট্যের শতবর্ষকে সম্মান জানাল। এই শাপমোচন নৃত্যনাট্যের শ্রেষ্ঠাংশে ছিলেন দুই শিল্পী, যার মধ্যে একজন শুভ্রশ্লেতা ব্যানার্জী।

আরও পড়ুনঃ সলসলাবাড়িতে নাট্য উৎসব উদযাপন

অন্যান্য পার্শ্ব নৃত্যশিল্পীরাও এই দুই শিল্পীকে সম্পূর্ণ রূপে সাহায্য করেছেন নৃত্যনাট্য কে সফল করে তুলতে। এছাড়াও আরোহীর দীপান্বিতা উৎসবে রবীন্দ্র এবং নজরুল সঙ্গীতেরও আয়োজন ছিল। রবীন্দ্র নৃত্যনাট্যের শতবর্ষ উদযাপনে আরোহীর এই অভিনব উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে বালুরঘাটের সাংস্কৃতিক প্রেমী মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here