পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর জয়ের এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রীসভায় উত্তর দিনাজপুর জেলা থেকে প্রথম পূর্ন মন্ত্রিত্বকে কেন্দ্র করে ইসলামপুরে বিজয় উৎসব পালন করলো বিজেপি।


সহস্রাধিক কর্মী সমর্থকদের আনন্দ উল্লাসের মাঝে মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া। ইসলামপুরের স্টেট ফার্ম কলোনী থেকে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে বিজয় মিছিল মিলনপল্লী হয়ে বাস টার্মিনাসে শেষ হয়।
আরও পড়ুনঃ খাকুড়দায় বিজেপির বিজয় মিছিলে চললো মিষ্টি বিতরণ

এদিন জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বাস টার্মিনাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার ব্যবস্থা করেছে জেলা বিজেপি নেতৃত্ব।সাধারণ মানুষ যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের পাশাপাশি এলাকার সাংসদ দেবশ্রী চৌধুরীকে কেন্দ্রের মন্ত্রী হতে নিজে চোখে দেখতে পারে সেই কারণেই দলের এই ব্যবস্থা গ্রহণ বলে জানিয়েছেন জেলা সাধারণ সম্পাদক সুরজিৎ সেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584