শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো আজ।পরিবেশ রক্ষার শপথ নিয়ে গোটা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে এই দিনটি।পরিবেশ কে শিশুর বাস যোগ্য করে তোলার শপথ নিয়ে আজ সকালে বালুরঘাটের তিনটি সংগঠন দিশারি সংকল্প, ইষ্ট বেঙ্গল ফ্যান ক্লাব দক্ষিণ দিনাজপুর ও ট্রি ওয়ারিয়ার জেলার পরিবেশ কে স্বচ্ছ করে তোলার অঙ্গীকার নিয়ে দিনটি পালন করল। আজ বালুরঘাট আত্রেয়ী নদীর ধারে এই অনুষ্ঠান উপলক্ষ্যে বিভিন্ন প্রজন্মের মানুষের উপস্থিতিতে পরিবেশ সংক্রান্ত কবিতা পাঠ, গান আলোচনা করা হয়।
আরও পড়ুনঃ বালুরঘাটে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস
বিপন্ন আত্রেয়ী নদীকে বাঁচানোর শপথ নেন বালুরঘাটের বিভিন্ন প্রজন্মের মানুষেরা।এরপর এই তিন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রজন্মের মানুষের হাতে আত্রেয়ী নদীর ধারে বৃক্ষ রোপন করা হয়।শুধু বৃক্ষ রোপনই নয় এই গাছ গুলি যাতে বাঁচে তাই যারা এই গাছ গুলি রোপন করলেন তাদের দিয়েই গাছ গুলির নাম করন করে তাদের কেই দত্তক দেওয়া হয় এই গাছ গুলিকে এবং এই সমস্ত মানুষ এই অনুষ্ঠানেই শপথ নেন যতদিন না গাছ গুলি নিজেদের মত করে বাঁচার মত স্বাবলম্বী হচ্ছে ততদিন তারা এই গাছ গুলিকে পরিচর্যার ভার তারা গ্রহণ করলেন।
এছাড়াও আজ এখানে রাজ্যব্যাপি প্রচারিত কিশোর বিজ্ঞান পত্রিকার জুন সংখ্যার উন্মোচন করা হয়। এছাড়াও আজ পরিবেশ দিবস উপলক্ষ্যে জেলার তপন ব্লকের ঝিমি শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।বৃক্ষ রোপন কর্মসুচী পালন করা হয়।ইষ্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সম্পাদক গৌতম দাসগুপ্ত বলেন,আজ সকালে আমরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষ রোপন, আলোচনা ও বই প্রকাশের মধ্যে দিয়ে দিনটি পালন করলাম।’পতিরাম চৌরঙ্গীতে ৫০০ টি ফলের চারাগাছ পথচলতি মানুষদের হাতে তুলে দেওয়া হয়।
সেই সাথে ৪৬ টি ছাতা পতিরামের সমাজবন্ধু মুটে-কুলি-মুচি-ভ্যান চালক বন্ধুদের হাতে তুলে দেওয়া হয়।আজকের কর্মসূচিতে পতিরামের নাগরিকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584