নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বৃক্ষ-রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করল উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন।আজ সকালে পদযাত্রার মাধ্যমে রেল এলাকায় সচেতনা বৃদ্ধির পাশাপাশি আলিপুরদুয়ার ডিভিশনের বিভিন্ন এলাকায় আজ প্রায় ২ লক্ষাধিক চারা গাছ রোপন করা হয়েছে।এছাড়াও আজ বিকেলে পরিবেশ রক্ষার বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচী পালন হয়।
আরও পড়ুনঃ বিশ্ব পরিবেশ দিবসে ডিওয়াইএফআই এর সাফাই অভিযান
আলিপুরদুয়ার ডিভিশনের ডি.আর.এম. কানভের সাই জৈন বলেন, আজকে সচেতনামূলক বিভিন্ন কর্মসূচী ছাড়াও ডিভিশনের বিভিন্ন স্টেশনে প্রায় ২ লক্ষ চারাগাছ রোপন করা হচ্ছে।
এছাড়াও সারা বছড় ধড়েই রেলের তরফে বিভিন্ন স্টেশনে সোলার পাওয়ার প্ল্যান্টের পাশাপাশি ট্রেনের কোচ গুলিতেও বায়ো টয়লেটের মাধ্যমে আরো বেশি পরিবেশ বান্ধব কর্মসূচী নেওয়ার কাজ চলছে অনবরত।রেল কর্তৃপক্ষ এর পরিবেশ দিবস পালনে স্বেচ্ছায় অংশগ্রহণ করতে দেখা যায় সাধারণ মানুষকেও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584