পিয়ালী দাস, বীরভূমঃ
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় বীরভূম জেলা পরিষদ ও বীরভূম পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস এবং ভারত ছাড়ো আন্দোলনের ৭৫ বছর পূর্তি উদযাপন উৎসব এই প্রথমবার পালিত হচ্ছে মহম্মদ বাজার ব্লকের প্যাটেল নগরে অবস্থিত পি টি টি আই মাঠে । আজ তারই প্রস্তুতি পর্বের শেষ দিনে ঘুরে দেখলেন অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) দিপেন্দু বেরা, ডি এস পি(ডি এন টি) অভিষেক মন্ডল, মহম্মদ বাজার ব্লকের বিডিও আশিস মণ্ডল এবং মহম্মদ বাজার ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তাপস সিনহা।
এই অনুষ্ঠানের পঞ্চাশ ফুট লম্বা ও চব্বিশ ফুট চওড়া আয়তনের মঞ্চের মাধ্যমে প্রায় চার হাজার স্কয়ারফুট জায়গা জুড়ে অনুষ্ঠিত হবে রাজ্য সরকারের এই প্রথম উদ্যোগ বিশ্ব আদিবাসী দিবস উৎসব। আরও জানা গেছে যে এই মঞ্চ থেকেই আদিবাসী সম্প্রদায় ও অনগ্রসর শ্রেনীর কৃতি মানুষদের সংবর্ধনা এবং বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে বীরভূম জেলার পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584